ভারতকে আলোচনায় বসার আহ্বান জানালো পাকিস্তান

পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার কাউন্সিলর সায়মা সেলিম এবার ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করা এবং কাশ্মীরসহ সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২৪ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতের বক্তব্যের জবাবে এ আহ্বান জানান তিনি। খবর জিও নিউজের।

এক বক্তব্যে তিনি বলেন, ভারত বিভ্রান্তিকর তথ্য, অস্বীকার ও সত্য বিকৃতির আশ্রয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

এসময় সায়মা সেলিম বলেন, কোনো বিভ্রান্তিই সত্যকে ঢেকে রাখতে পারবে না। ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার পর মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে একতরফা অভিযোগ তুলে সিন্ধু জল চুক্তি স্থগিতের পথে হাঁটে- এমন অভিযোগ তুলে সায়মা বলেন, ভারত এমনকি সেই নদীগুলোর প্রবাহ বন্ধ করতে চাইছে, যেগুলো পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা।

তিনি বলেন, জল কোনো রাষ্ট্রীয় অস্ত্র নয়। ভারত যদি এই ঘটনায় নির্দোষ হতো, তবে একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে সম্মত হতো। কিন্তু তারা তা করেনি।

কাউন্সিলকে সায়মা জানান, ৬ থেকে ১০ মে পর্যন্ত ভারত বিনা উসকানিতে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এতে ৭ নারী ও ১৫ শিশুসহ অন্তত ৪০ জন প্রাণ হারান এবং আরও ১২১ জন আহত হন, যাদের মধ্যে ১০ নারী ও ২৭ শিশু রয়েছে।

সায়মা সেলিম বলেন, ভারত যদি সত্যিই শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাস করে, তবে তার উচিত রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করা, কাশ্মীরি জনগণের ওপর নিপীড়ন থেকে বিরত থাকা এবং জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলা।

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একমাত্র পথ হলো অর্থবহ সংলাপে ফিরে আসা।

পাকিস্তানের এই আহ্বান একদিকে ভারতের সাম্প্রতিক নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে আবার আঞ্চলিক উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও উত্থাপন করছে। তবে ভারত এই আহ্বানে কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে একটি পর্যটন এলাকায় হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। ভারত এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
পারমাণবিক শক্তি বৃদ্ধির জন্য নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প May 25, 2025
img
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম May 25, 2025
img
গুপ্তচর সন্দেহে ১০ জনের বেশি ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মোদি সরকার May 25, 2025
img
হজে অংশ নিতে সৌদি পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি May 25, 2025
img
সান্তিয়াগো বের্নাব্যুতে আনচেলত্তি ও মদ্রিচকে বিদায় জানালো রিয়াল May 25, 2025
img
রোববার চট্টগ্রামের ৮ উপজেলায় হাসনাতের পথসভা May 25, 2025
img
দ. আফ্রিকায় সোনার খনি থেকে ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার May 25, 2025
img
পাকিস্তান থেকে ছাড়া পেয়ে পরিবারের কাছে বিএসএফ জওয়ান May 25, 2025
img
স্ত্রীসহ সাবেক হুইপ আতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 25, 2025
img
জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক May 25, 2025
img
সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ May 25, 2025
img
পাকিস্তানকে যে বড় সুখবর দিল কুয়েত May 25, 2025
img
কোনো অদৃশ্য ইশারায় কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া থমকে আছে: হাসনাত May 25, 2025
ক্ষমতার স্বাদে মত্ত অন্তর্বর্তী সরকার: সুব্রত চৌধুরী May 25, 2025
জুলাই ঐক্য নষ্ট করছে এনসিপি: ইনকিলাব মঞ্চ May 25, 2025
অযোগ্য উপদেষ্টাদের কোনো সফলতা নেই: নাজিম উদ্দিন May 25, 2025
img
গ্রেফতারের সময় আওয়ামী লীগ নেত্রীর মুখে জয় বাংলা স্লোগান May 25, 2025
img
ভারত চায় না ড. ইউনূস সরকারে থাকুক: মুফতি ফয়জুল করীম May 25, 2025
img
মনে রাখবেন—আমরা ভুলব না, থামব না : হাসনাত May 25, 2025
গণঅভ্যুত্থানে মোজো সাংবাদিকদের ভুমিকার কথা বললেন এই সাংবাদিক নেতা! May 25, 2025