সান্তিয়াগো বের্নাব্যুতে আনচেলত্তি ও মদ্রিচকে বিদায় জানালো রিয়াল

সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষবারের মতো খেলতে নেমেছিলেন লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেজ। ডাগআউটে শেষবারের দাঁড়িয়ে ছিলেন কার্লো আনচেলত্তি। এইতো, এখানেই রিয়াল অধ্যায় শেষ হয়ে গেলো তাদের। তবে রিয়ালের জার্সিতে শেষটা জয় দিয়েই রাঙিয়েছেন তারা। লা লিগার শেষ রাউন্ডের ম্যাচে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে সমর্থকদের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। তবে নির্ধারিত সময় শেষের খানিক আগে সান্তিয়াগো বের্নাব্যুতে সবকিছু যেন থমকে গেল। দুই দলের খেলোয়াড়রা দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। তার মাঝখান দিয়ে ধীর পায়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন লুকা মদ্রিচ। শেষবারের মতো ভালোবাসার এই আঙিনা ছেড়ে গেলেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার।

সতীর্থরা তাকে জড়িয়ে ধরলেন, গত বছর বিদায় নেওয়া আরেক জার্মান গ্রেট টনি ক্রুসও এগিয়ে এলেন। দীর্ঘ সময়ের সতীর্থ এগিয়ে আসলেন হাসিমুখেই, তবে মদ্রিচকে দেখা গেলো তার চোখ ডলতে। হয়ত চোখের পানি মোছার চেষ্টা করছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক।

কেবল মদ্রিচই নন, একই দিনে শেষবারের মতো বের্নাব্যু ছাড়লেন দলটির কোচ কার্লো আনচেলত্তির। তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন লুকাস ভাসকেজও।

৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল মাদ্রিদ। আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট। শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটা ছিল কেবলই আনুষ্ঠানিকতা।

এদিন ম্যাচের ৩৬তম মিনিটে সোসিয়েদাদের বক্সে তাদের মিডফিল্ডার পাবলো মারিনের হাতে বল লাগে। ভিএআরে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এমবাপ্পের স্পট কিক অবশ্য রুখে দিয়েছিলেন গোলরক্ষক, যদিও বল হাতে রাখতে পারেননি তিনি। ফিরতি বল দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠান এমবাপ্পে।

৭৭তম মিনিটে লুকাস ভাসকেজকে তুলে গন্সালো গার্সিয়াকে মাঠে নামান রিয়াল কোচ আনচেলত্তি। মুহূর্তটা তখন বেশ আবেগময় হয়ে উঠে। মাঠ থেকে যখন ভাসকেজ বেরিয়ে যাচ্ছিলেন, পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে করতালিতে তাকে অভিবাদন জানান। তিনিও দুই হাত তুলে যেন বিদায় জানালেন।

কার্লো আনচেলত্তি চলে যাচ্ছেন, মদ্রিচও চলে গেলেন রিয়াল ছেড়ে, তাদের মাঝে অনেকটা চাপা পড়ে গেলো ভাসকেজের বিদায়টা। নামের পাশে হয়ত তারকা নামটা যোগ হয়নি এখনো, তবে দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো কিছুই করতে পারেন তিনি।

তার ঠিক ৬ মিনিট পরই দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ভিনিসিউসের দুর্দান্ত এক থ্রু পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে যান এই ফরাসি। কোনাকুনি শটে দলকে বল জালে জড়ান এমবাপ্পে। লা লিগায় অভিষেক মৌসুমেই ৩১টি গোল করলেন তিনি। তার চেয়ে ৬ গোল কম নিয়ে তালিকায় দুইয়ে আছেন বার্সেলোনার রবের্ত লেভানডোভস্কি।

এরপরই এল সেই বিশেষ ক্ষণ। ৮৭তম মিনিটে মদ্রিচকে তুলে নেন আনচেলত্তি। তখন কোচ এবং মদ্রিচকে ঘিরে ভারী হয়ে ওঠে পরিবেশ। সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনার পেয়ে মাঠ ছাড়েন লুকা মদ্রিচ।

সাইডলাইনে মদ্রিচের সতীর্থ ও কোচিং স্টাফদের মাঝে দেখা যায় রিয়ালে তার দীর্ঘ দিনের সতীর্থ টনি ক্রুস এবং তার পরিবারকে। কয়েক মিনিট ধরে চলে বিদায় পর্ব। পুরোটা সময় ধরেই দর্শকরা করতালি দিয়ে তাকে সম্মান জানায়। দর্শকের হাতে একটি প্ল্যাকার্ড ছিল, সেখানে লেখা ছিল ‘গ্রাসিয়াস মদ্রিচ’।

ম্যাচের বাকি সময়ে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। রিয়ালের অধ্যায় শেষ করে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। তবে মদ্রিচের রিয়াল অধ্যায় অবশ্য এখানেই শেষ হচ্ছে না, ক্লাব বিশ্বকাপ খেলেই প্রিয়ি ক্লাবটিকে একেবারে বিদায় বলবেন লুকা মদ্রিচ।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
সিন্ধু চুক্তি স্থগিত: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তান May 25, 2025
img
মুকুলের শেষ পোস্ট ঘিরে রহস্য, ভুগছিলেন অবসাদে May 25, 2025
img
ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: সারজিস May 25, 2025
img
ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়হীন মায়ামি May 25, 2025
img
গুম-খুনের মামলায় গ্রেফতার উপজেলা আ. লীগ সভাপতি মুক্তা May 25, 2025
img
স্বপ্নভঙ্গের রাতে আরমেনিয়া, জার্মান কাপ উঁচিয়ে ধরল স্টুটগার্ট May 25, 2025
img
ছেলে-পুত্রবধূ নিয়ে সুপারহিট ‘কাজরা রে’র শুটিং করতে চাননি অমিতাভ May 25, 2025
img
ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে ট্রেবলের দোরগোড়ায় পিএসজি May 25, 2025
img
মায়ের কোলের মতো বিএনপির কাছে বাংলাদেশ গঠন নিরাপদ : শিমুল বিশ্বাস May 25, 2025
img
রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা, ফ্লাইট চলাচল ব্যাহত May 25, 2025
img
সরকার হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না: হাসনাত May 25, 2025
img
'মাস্ককে ‘পেন্টাগনের গোপন ব্রিফিং’ থেকে বাদ দেওয়ার পর বদলে গেলো সবকিছু' May 25, 2025
img
চলতি বর্ষায় চট্টগ্রামে জলবদ্ধতা কমে ৫০-৬০ শতাংশে নেমে আসবে : চসিক মেয়র May 25, 2025
img
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক May 25, 2025
img
আরেকটি এক-এগারোর সৃষ্টি হলে দায় নিতে হবে এনসিপিকে: প্রিন্স May 25, 2025
img
জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামায়াত নেতা আসামি, বাদী বললেন ‘ভুল হয়েছে’ May 25, 2025
img
আজ ২৫ মে : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল May 25, 2025
img
আওয়ামী লীগের অফিসে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড May 25, 2025
img
পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে প্রাণ গেল ১৩ জনের May 25, 2025
img
রোডম্যাপ চেয়ে ড. ইউনূসকে বিএনপির চিঠি, আরও যা লেখা ছিল... May 25, 2025