চলতি মৌসুমে জার্মান ফুটবলের রূপকথার জন্ম দিয়েছে আরমিনিয়া বিলেফিল্ড। জার্মান ফুটবলের তৃতীয় ধাপ লিগা-৩ এর ক্লাবটি সবাইকে চমকে দিয়েছিল ডিএফবি-পোকালের (জার্মান কাপ) ফাইনালে উঠে। কিন্তু ফাইনালে এসে থামতে হলো আরমিনিয়াকে। ভিএফবি স্টুটগার্টের কাছে হেরে যাওয়ায় শিরোপা জেতা হলো না তাদের।
শনিবার (২৪ মে) জার্মান কাপের ফাইনালে আরমিনিয়া বিলেফিল্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ভিএফবি স্টুটগার্ট। জার্মান ফুটবলের তৃতীয় স্তরের ক্লাবটি প্রথমার্ধেই ৪ গোল হজম করে। কিন্তু ম্যাচের শেষের দিকে দ্রুত দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
স্টুটগার্টের পক্ষে এনজো মিলত জোড়া গোল করেন। নিক ভল্টেমাদ ও দেনিজ উন্দাভ বাকি গোল দুটি করেন। আরমিনিয়ার পক্ষে ইউলিয়ান কানিয়া একটি গোল করেন। বাকি গোলটি স্টুটগার্টের ইয়োশা ভাগ্নমানের আত্মঘাতী।
এই নিয়ে চতুর্থবারের মতো স্টুটগার্ট জার্মানির এই ঘরোয়া প্রতিযোগিতার শিরোপা জিতল।
অলিম্পিয়াস্তাদিওন বার্লিনে দর্শকরা জাঁকিয়ে বসার আগেই প্রথম গোলের দেখা পায় স্টুটগার্ট। আরমিনিয়ার খেলোয়াড় বলের দখল হারালে দারুণ ভলিতে লম্বা করে বাড়ান অ্যাঞ্জেলো স্টিলার। অরক্ষিত ভল্টেমাদ নিখুঁত শটে বল জালে পাঠান।
৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মিলত। উন্দাভের বাড়ানো বল জালে পাঠান তিনি। ৬ মিনিট পর ফের গোল। এবার স্টিলার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত থ্রুবল বাড়ান। প্রথম টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় বল জালে পাঠান উন্দাভ।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মিলত ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। ম্যাচ ততক্ষণে সবাই শেষ ধরে নিয়েছেন।
কিন্তু দেরিতে জ্বলে ওঠা আরমেনিয়া ৮২ মিনিটে একটি গোল শোধ করে। কানিয়া গোল করেন। এই গোলের ৩ মিনিট পড়ে নিজেদের জালেই বল পাঠান স্টুটগার্টের ভাগ্নোমান। তবে বাকি সময় আর গোলের দেখা পায়নি আরমেনিয়া।
আরএম/এসএন