ভারতকে আলোচনায় বসার আহ্বান জানালো পাকিস্তান

পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার কাউন্সিলর সায়মা সেলিম এবার ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করা এবং কাশ্মীরসহ সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২৪ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতের বক্তব্যের জবাবে এ আহ্বান জানান তিনি। খবর জিও নিউজের।

এক বক্তব্যে তিনি বলেন, ভারত বিভ্রান্তিকর তথ্য, অস্বীকার ও সত্য বিকৃতির আশ্রয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

এসময় সায়মা সেলিম বলেন, কোনো বিভ্রান্তিই সত্যকে ঢেকে রাখতে পারবে না। ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার পর মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে একতরফা অভিযোগ তুলে সিন্ধু জল চুক্তি স্থগিতের পথে হাঁটে- এমন অভিযোগ তুলে সায়মা বলেন, ভারত এমনকি সেই নদীগুলোর প্রবাহ বন্ধ করতে চাইছে, যেগুলো পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা।

তিনি বলেন, জল কোনো রাষ্ট্রীয় অস্ত্র নয়। ভারত যদি এই ঘটনায় নির্দোষ হতো, তবে একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে সম্মত হতো। কিন্তু তারা তা করেনি।

কাউন্সিলকে সায়মা জানান, ৬ থেকে ১০ মে পর্যন্ত ভারত বিনা উসকানিতে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এতে ৭ নারী ও ১৫ শিশুসহ অন্তত ৪০ জন প্রাণ হারান এবং আরও ১২১ জন আহত হন, যাদের মধ্যে ১০ নারী ও ২৭ শিশু রয়েছে।

সায়মা সেলিম বলেন, ভারত যদি সত্যিই শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাস করে, তবে তার উচিত রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করা, কাশ্মীরি জনগণের ওপর নিপীড়ন থেকে বিরত থাকা এবং জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলা।

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একমাত্র পথ হলো অর্থবহ সংলাপে ফিরে আসা।

পাকিস্তানের এই আহ্বান একদিকে ভারতের সাম্প্রতিক নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে আবার আঞ্চলিক উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও উত্থাপন করছে। তবে ভারত এই আহ্বানে কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে একটি পর্যটন এলাকায় হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। ভারত এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
প্লে-অফের আগে স্বস্তির খবর বেঙ্গালুরুর শিবিরে May 25, 2025
img
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব May 25, 2025
img
ইশরাককে শপথ না পড়ানোয় যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভ May 25, 2025
img
১০ দাবিতে সারা দেশে অর্ধদিবস পেট্রলপাম্প বন্ধ May 25, 2025
img
কারাগার পেরিয়ে বিচারিক নির্বাচনের লড়াইয়ে কার্টেল আইনজীবী May 25, 2025
img
বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত May 25, 2025
img
ভারতে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, বাড়ছে সংক্রমণ May 25, 2025
img
আনাসসহ ৬ হত্যা: ট্রাইব্যুনালে হাজির চার আসামি May 25, 2025
img
৪ জুনের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য প্রায় পৌনে ৩ কোটি হিট May 25, 2025
img
বার্সার ছেলেদের পর এবার মেয়েরাও খোয়াল চ্যাম্পিয়ন্স লিগ শ্রেষ্ঠত্ব May 25, 2025
img
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল ঢাকাইয়া আকবরের May 25, 2025
img
মুজিবনগর সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিলো বিএসএফ May 25, 2025
img
নতুন আলিয়াকে দেখে চমকে উঠেছেন নিজেই! May 25, 2025
img
রোনালদোকে নিয়ে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ফিফা প্রেসিডেন্ট May 25, 2025
img
রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট May 25, 2025
শিগগিরই আসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সুপার ভিসা May 25, 2025
বিএনপি ধ'রতে এসপিকে ফোন উপদেষ্টার! May 25, 2025
img
মহাকাশে দুই গ্যালাক্সির ‘মহাযুদ্ধ’, থেমে যাচ্ছে নক্ষত্র গঠন! May 25, 2025
img
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়: রিজভী May 25, 2025
img
পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর May 25, 2025