‘আশা করছি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আগামী মৌসুমে এটা আমাদেরও লক্ষ্য থাকবে’ – কথাগুলো বার্সেলোনা পুরুষ দলের কোচ হানসি ফ্লিকের। নারীদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে চোখ থাকবে পুরুষ দলের সবার, সে কথাটা অনুচ্চারে জানিয়ে দিয়েছিলেন তিনি।
তবে তাদের শুভকামনায় কাজ হয়নি। বার্সেলোনা নারী দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে বসেছে আর্সেনালের কাছে। ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকটা করতে পারেনি বার্সা।
বার্সেলোনার পুরুষ দল অনেক বছর ধরেই ইউরোপীয় ফুটবলে খাবি খেয়েছে। চলতি মৌসুমে দারুণ সব গল্প লিখে ফাইনালের খুব কাছেই চলে গিয়েছিল। তবে ইন্টার মিলানের কাছে হেরে আরও একবার সেমিফাইনালে শেষ হয় তাদের যাত্রা। বার্সার আশা ছিল অন্তত নারী ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগটা যদি আসে ট্রফি কেসে!
তবে তাদের সে আশাও পূরণ হয়নি। আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা শুরু থেকেই বেশ ছন্নছাড়া ফুটবল খেলেছে। শেষ তিন মৌসুমজুড়ে যে দাপটটা ইউরোপীয় ফুটবলে দেখিয়েছে দলটা, আজ তা ছিল একেবারে গায়েব।
মাঝমাঠের দখলটা ছিল আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াসদের কাছেই। গোলমুখে শটও তাদেরই বেশি ছিল। তবে সেসব বড় কোনো হুমকির মুখে ফেলতে পারেনি আর্সেনালকে।
লন্ডনের দলটা তারই সুযোগ নিয়েছে। ৭৪ মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। আর্সেনাল জেতে চ্যাম্পিয়ন্স লিগ যুগে তাদের প্রথম শিরোপা। এর আগে উয়েফা ‘উইমেন্স লিগ’ যুগে আরও একটি শিরোপা জিতেছিল দলটা, সে শিরোপাটা তারা ঘরে তুলেছিল ২০০৬-০৭ মৌসুমে।
এবারের ফাইনালে বার্সার সামনে হাতছানি ছিল দ্বিতীয় দল হিসেবে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার। তবে ফাইনালে আর্সেনালের কাছে হার তাদের সে অর্জন থেকে বঞ্চিত করল।
এফপি/এসএন