গুপ্তচর সন্দেহে ১০ জনের বেশি ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মোদি সরকার

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হলেও, দুই দেশের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে চিরুনি অভিযানে নেমেছে নরেন্দ্র মোদি সরকার।

সন্দেহ করা হচ্ছে, পাকিস্তানের হয়ে দেশীয় নাগরিকরাই ভারতের সামরিক তথ্য পাচার করছে। একের পর এক দেশের নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করছে ভারতীয় কর্তৃপক্ষ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এখন পর্যন্ত ১০ জনের বেশি ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইউটিউবার, ব্যবসায়ী ও নিরাপত্তা কর্মী। সর্বশেষ গুজরাটের কচ্ছ জেলার এক বাসিন্দা শাহদেব সিং গোহিলকে গ্রেফতার করেছে ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। গোহিল পেশায় একজন স্বাস্থ্যকর্মী।

শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গোহিল ২০২৩ সালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘অদিতি ভরদ্বাজ’ নামে পরিচয় দেওয়া এক পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগে আসে। ওই এজেন্টের অনুরোধে গোহিল ভারতীয় বিমানবাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনী -এর বিভিন্ন স্থাপনার ছবি ও ভিডিও পাঠায়।

ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড কর্মকর্তা কে সিদ্ধার্থ জানান, অভিযুক্ত গোহিল একটি ভুয়া পরিচয়ের মাধ্যমে সিমকার্ড কিনে হোয়াটসঅ্যাপে সক্রিয় হয়ে পড়ে এবং সেই নম্বর থেকেই পাকিস্তানভিত্তিক যোগাযোগ চালিয়ে যায়।

ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ওই নম্বর ব্যবহার করে যে তথ্য পাঠানো হয়েছে, তা পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল। গোহিলকে তার কাজের জন্য ৪০ হাজার রুপি প্রদান করা হয়েছিল।

গুপ্তচরবৃত্তির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয়তাবাদী নীতির অংশ হিসেবে ভারত সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের ধরপাকড় জোরদার করেছে। অভিযোগ উঠেছে, তাদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে।

শুধু তা-ই নয়, রোহিঙ্গাদের আটক করে মিয়ানমারের জলসীমায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন বলছে। জাতিসংঘ ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত মাসের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে এক বন্দুক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর, পাকিস্তানকে দায়ী করে পাল্টা আক্রমণ চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামের ওই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও ভেতরদেশীয় এলাকায় হামলা চালায় ভারতীয় সেনা।

জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালায়। পরিস্থিতি যখন ভয়াবহ পারমাণবিক উত্তেজনার দিকে এগোচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে এই যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশেষত, গুপ্তচরবৃত্তি ও তথ্য পাচার ইস্যুকে ঘিরে ভারতের কঠোর অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

আরআর

Share this news on:

সর্বশেষ

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন - প্রেস সচিব May 25, 2025
img
২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত May 25, 2025
img
ডি ব্রুইনার সিটি অধ্যায়ের ইতি, শুরু নাপোলিতে! May 25, 2025
দেশ ছাড়তে ম'রি'য়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা May 25, 2025
জয়ার চোখে নতুন শাকিব খান তাণ্ডব নিয়ে যা জানালেন May 25, 2025
img
ড. ইউনূসের পদত্যাগের ঘোষণার দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার May 25, 2025
img
বিয়ে বাড়িতে কড়া নিরাপত্তায় সালমান May 25, 2025
img
গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ May 25, 2025
img
ঈদের আগে ৫ জুন সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম May 25, 2025
img
অনৈতিক কনটেন্ট ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ, মুখ খুললেন লায়লা May 25, 2025
img
আনচেলত্তি ব্রাজিল যাচ্ছেন, শিগগিরই স্কোয়াড ঘোষণা May 25, 2025
img
ফের সমালোচনার মুখে জাহ্নবী May 25, 2025
img
প্রকাশিত হলো লিগের সময়সূচি, শুরু হচ্ছে হামজাদের ক্যাম্প May 25, 2025
img
অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার:প্রেস সচিব May 25, 2025
img
তীব্র গরমেও শাড়ি পরা হতে পারে আরামদায়ক, রইল কিছু সহজ টিপস May 25, 2025
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেস সচিব May 25, 2025
ফের দলে ভিড়লেন অব্যাহতিপ্রাপ্ত সমন্বয়ক লিজা May 25, 2025
এনবিআর কর্মকর্তাদের ধর্মঘটে বন্দর অচল, ঝুঁকিতে বাণিজ্য | May 25, 2025
img
কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা May 25, 2025
প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা আছে রাজনৈতিক দলগুলোর: শফিকুল আলম May 25, 2025