মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টবোঝাই একটি মাছ ধরার নৌকাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা।
শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ কক্সবাজার সাগরপারসংলগ্ন এলাকায় আটক সিমেন্টের চালানটির তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টার পর বোটটি আটক করা হয়।
তল্লাশির এক পর্যায়ে ৩৪০ বস্তা অবৈধ সিমেন্ট জব্দ করা হয়, যা শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার করা হচ্ছিল। আটক পাচারকারীরা হলেন মমতাজ আহমদ (৫০), মো. আরাফাত (৩০), মো. ইব্রাহিম (২৬) এবং মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।
আরআর