স্বার্থান্বেষী মহল সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুলেছে: প্রিন্স

সরকারের ভেতর ও বাইরে থাকা স্বার্থান্বেষী মহল অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুলেছে বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, কারা সরকারকে বিপাকে ফেলেছে প্রধান উপদেষ্টাকে নির্মোহভাবে তা দ্রুত উদঘাটন করে সংকট নিরসণ করতে হবে। সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের কোনও বিকল্প নেই।

শনিবার (২৪ মে) বিকেলে হালুয়াঘাট উপজেলার শকুয়াই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে গত ৯ মাসে সরকারের অগ্রগতি কী, কেন ধীর গতি, কেন বিলম্ব এবং রাজনীতিতে অনভিজ্ঞ নতুন দলের প্রতি কেন প্রচ্ছন্ন সমর্থন-তাও নির্মোহ ভাবে সরকারের বলা উচিত । আওয়ামী লীগের পতনের পর বিএনপি তিনমাসের মধ্যে নির্বাচন দাবি করে নাই, সংস্কার ও বিচার শুরু করতে যৌক্তিক সময় দিতে চেয়েছে।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ৯ মাস পার হয়ে গেলেও নির্বাচন, সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। যৌক্তিক সময় নিশ্চয় অনন্তকাল হতে পরে না। নির্বাচিত সরকারের অনুপস্থিতে দেশে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের কতিপয় উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহলের এখতিয়ার বর্হিভুত কর্মকাণ্ড ও বক্তব্যও পরিস্থিতিকে অসহনশীল করে তুলেছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বললেই নতুন দলসহ বিতর্কিত আরো দুই একটি দলের এবং কয়েকজন উপদেষ্টার শরীরে মনে হয় ফোসকা পরে।

যারা বলে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে তাদেরকে বলতে চাই, প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চলতে পরে না, গণতন্ত্রও ফিরে আসবে না।

প্রিন্স বলেন, রাজনৈতিক দল নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন চাইলেই যদি পদত্যাগর কথা বলে ‘ইমোশনাল সিন’ সৃষ্টি করা হয়, তা শুধু দুর্ভাগ্যজনকই নয়, বেকায়দা পরিস্থিতি সৃষ্টিকারী মহলকে আড়াল ও প্রশ্রয় দেয়ারও শামিল।

তিনি বলেন, বিএনপি শুধু নির্বাচনের দাবিই করে নাই, রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিস্টের বিচারের কথাও বলছে। নির্বাচনের কথা শুনলে যারা বিচলিত হন তারা বিভিন্নভাবে সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আপনারা কেন গত ৯ মাসে সংস্কার ও বিচার তরাণ্বিত করলেন না।

তিনি আরও বলেন, এ সকল মহল নির্বাচনকে প্রলিম্বিত করে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতার স্বাদ নিতে চায়। বিতর্কিত কর্মকাণ্ড করে এ সকল মহল সরকারকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করছেন ।

ভাট্টা জামিয়া মাদ্রাসা মঠে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আবুল কাশেম সরকার, আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, জালাল উদ্দিন মেম্বার, আশেকে মোস্তফা জিন্নাহ বক্তব্য রাখেন।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দুই প্রকল্পে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ সহায়তা দিলো বিশ্বব্যাংক May 25, 2025
img
ভারতীয় উপকূলে ডুবল ৬৪০ কনটেইনারের জাহাজ May 25, 2025
img
আইপিএল ধারাভাষ্যে আয়ের দিক থেকে কে এগিয়ে? May 25, 2025
img
সমঝোতার আহ্বান, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবি পার্টি May 25, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা যোগ দিলেন ছাত্রদলে May 25, 2025
img
এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে : হাসনাত May 25, 2025
img
বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী May 25, 2025
img
প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন:গয়েশ্বর চন্দ্র রায় May 25, 2025
img
মুস্তাফিজদের ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাঞ্জাবের অভিযোগ May 25, 2025
img
আইপিএলে রশিদের লজ্জার রেকর্ড May 25, 2025
বারবার কেন বলা লাগে? রোডম্যাপ চাই, স্পষ্ট পরিকল্পনা চাই! May 25, 2025
img
আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান May 25, 2025
img
মালদ্বীপের হাইকমিশনার ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক : দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা May 25, 2025
সেতু উদ্বোধনের ৩ বছর পরেও থামে নি চার্জ কাটা May 25, 2025
img
আইভীর বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর May 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলের নেতারা May 25, 2025
img
সমঝোতায় এনবিআর কর্মীরা, স্থগিত হচ্ছে আন্দোলন May 25, 2025
যে ভুল সবাই করে | ইসলামিক জ্ঞান May 25, 2025
কানে রাজীবের বাজিমাত,শুভেচ্ছা জানালেন মেগাস্টার May 25, 2025
img
জনগণের ন্যায্য দাবি মানতে সরকারের মান-অভিমানের সুযোগ নেই : তারেক রহমান May 25, 2025