বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সময়ে, বাহরাইনের উপ-প্রধানমন্ত্রীর দপ্তরে।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন, যা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বাংলাদেশি প্রবাসীরা বাহরাইনের উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং তাদেরকে বাহরাইনের অতিথি হিসেবে অভিহিত করেন।
পরে উভয়পক্ষ শ্রম, পর্যটন, বিনিয়োগ এবং প্রবাসী কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে বাহরাইনের সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতি করার গুরুত্ব তুলে ধরেন।
আরএ/টিএ