চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ।
রোববার (২৫ মে) বিকেলে নিমতলা সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদেরকে দর্শনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সোনাইর খামার গ্রামে মৃত আবদুল্লাহ শেখের ছেলে হাসেন আলী (৫৭), হাসেন আলীর স্ত্রী হাছনা বেগম (৪৩), হাসেন আলীর ছেলে হান্নান মিয়া (১৬), মধ্য কুমরপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪৬) ও রাঙা-কাজীপাড়া ভোগডাঙ্গা গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫১)।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ডি-কোম্পানির নিমতলা বিওপির সদস্যরা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্টবিহীন ৫ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জানা গেছে তারা সবাই দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার পর বিজিবির হাতে আটক হন।
এসএম