মাত্র তিন ম্যাচের জন্য আইপিএলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভাগ্য একটু সহায় হলে ম্যাচ সংখ্যা হয়তো বাড়তও। তবে অল্প সময়েই দারুণ কিছু করে দেখিয়েছেন বাংলাদেশের এই পেসার। চলতি আসরে নিজের শেষ ম্যাচে মুস্তাফিজ গড়েছেন আইপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। তার দল দিল্লি ক্যাপিটালসও আসর শেষ করেছে জয় দিয়ে।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল (শনিবার) দিল্লি ও পাঞ্জাব কিংস উভয়েই লিগপর্বের শেষ ম্যাচ খেলতে নামে। শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব আইপিএলের প্লে-অফে ওঠায় তাদের জন্য আসরের আরও লড়াই বাকি। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৮ উইকেটে ২০৬ রান তোলে। যা ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে দিল্লি।
ম্যাচের প্রথম ইনিংসে দিল্লির সাফল্যের শুরুটা করেন মুস্তাফিজ। নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যকে ক্যাচ বানিয়ে ফেরান। ইনিংসের শেষ উইকেটটাও ফিজের দখলেই গেছে। এর আগে ১৬তম ওভারে তার বলে ত্রিস্তান স্টাবসকে ক্যাচ দেন শশাঙ্ক সিং।
এর মাধ্যমে এতদিন আইপিএলে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ডগড়া সাকিবকে ছাড়িয়ে যান ফিজ। শেষ ওভারে তিনি মার্কো জানসেনকে ফিরিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে নেন। আইপিএলে ৬০ ইনিংসে মুস্তাফিজের শিকার ৬৫ উইকেট।
বাংলাদেশি তারকার রেকর্ডের দিনে ম্যাচটাও নিজেদের করে নেয় দিল্লি। যেখানে তাদের বিপক্ষে আগে ব্যাট করা পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক আইয়ার। ৩৪ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। শেষদিকে ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।
এ ছাড়া জশ ইংলিসের ১২ বলে ৩২ ও প্রভসিমরান সিংয়ের ২৮ রানের সুবাদে বড় পুঁজি পেয়ে যায় পাঞ্জাব। দিল্লির পক্ষে ফিজের ৩ শিকার ছাড়াও ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও ভিপরাজ নিগাম।
আরএম/এসএন