আজই কি শেষবার মাঠে নামছেন ধোনি?

জাতীয় দলকে বহু আগেই মহেন্দ্র সিং ধোনি বিদায় বলে দিয়েছেন। তবে বয়স ৪৩ হলেও আইপিএলে খেলে যাচ্ছেন এখনও, যদিও পারফর্ম্যান্স মোটেও তার পক্ষে কথা বলছে না। এমন পরিস্থিতিতেই চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। তাতে প্রশ্ন উঠছে, আজই কি ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ?

বিপরীতে আরও একটা প্রশ্নও উঠছে বৈকি! ধোনিকে নিয়ে ওপরের প্রশ্নটা সেই চেন্নাইয়ের সবশেষ শিরোপাজয়ী মৌসুম থেকেই চলে আসছে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ধোনি ঠিকই পরের মৌসুমে মাঠে নামছেন। তাতে এবার অন্য প্রশ্ন উঠছে, ধোনি কি আগামী আইপিএল মৌসুমেও খেলবেন?

তবে দুটো প্রশ্নেরই নির্দিষ্ট কোনো উত্তর নেই। ক্রিকেটপ্রেমীদের মতোই অন্ধকারে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ধোনি কিছুই জানাচ্ছেন না নিজের অবসরের বিষয়ে।

কিছু দিন আগে ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। জবাব এড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘দুই আড়াই মাসের কঠোর পরিশ্রমের পর ভাবার অনেকটা সময় পাব। সাত-আট মাস ক্রিকেট থাকবে না। দেখতে হবে শরীর ধকল নিতে পারবে কিনা। আগামী বছর নিয়ে তখন ভাবা যাবে।’

ধোনির অবসর বিষয়টা নিয়ে চর্চা কম হচ্ছে না। সে বিষয়ে প্রশ্ন ধোনির কাছে যেমন গেছে, তেমনি গেছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কাছেও। যদিও জবাবে তিনি বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
শুধু চেন্নাই কোচ নন, ধোনির অভিষ্যৎ জানেন না দলের কেউই। চেন্নাই কর্তৃপক্ষও অন্ধকারে এই বিষয়টি নিয়ে।

আজ রোববার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ধোনির দল। তার আগে দলের সহকারী কোচ শ্রীধরন শ্রীরামের কাছেও প্রশ্ন ধেয়ে গিয়েছিল এ বিষয়ে। সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি খুব বেশি জানি না এ ব্যাপারে। সত্যিই জানি না কী হতে চলেছে।’ ধোনির পরিকল্পনা দলের কেউ জানেন না বলেও দাবি শ্রীরামের।

তবে অন্য বিষয়ে ঠিকই ধারণা আছে তার। এ বছর চেন্নাইয়ের পারফরম্যান্স যাচ্ছেতাই। কেন এমন হলো? শ্রীরাম বলেছেন, ‘কোচ ফ্লেমিং, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং ধোনি আছে দলে। ওরা সমস্যাটা জানে। কী ভুল হয়েছে, কী করা উচিত এ সব নিয়ে ওদের স্বচ্ছ ধারণা রয়েছে। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ ভালোই। বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সবাই জানে আমরা এ বার ভালো খেলতে পারিনি। পরিকল্পনাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিনি আমরা। শুধু মিডল অর্ডার বা কোনও বিভাগের ব্যর্থতা এটা নয়। গোটা মৌসুমটাই দল হিসাবে আমরা ভালো খেলতে পারিনি। তাই ফলও ভালো হয়নি। নির্দিষ্ট ভাবে কাউকে বা কোনও বিভাগকে দোষ দেওয়া যায় না।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী May 25, 2025
img
প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন:গয়েশ্বর চন্দ্র রায় May 25, 2025
img
মুস্তাফিজদের ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাঞ্জাবের অভিযোগ May 25, 2025
img
আইপিএলে রশিদের লজ্জার রেকর্ড May 25, 2025
বারবার কেন বলা লাগে? রোডম্যাপ চাই, স্পষ্ট পরিকল্পনা চাই! May 25, 2025
img
আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান May 25, 2025
img
মালদ্বীপের হাইকমিশনার ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক : দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা May 25, 2025
সেতু উদ্বোধনের ৩ বছর পরেও থামে নি চার্জ কাটা May 25, 2025
img
আইভীর বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর May 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলের নেতারা May 25, 2025
img
সমঝোতায় এনবিআর কর্মীরা, স্থগিত হচ্ছে আন্দোলন May 25, 2025
যে ভুল সবাই করে | ইসলামিক জ্ঞান May 25, 2025
কানে রাজীবের বাজিমাত,শুভেচ্ছা জানালেন মেগাস্টার May 25, 2025
img
জনগণের ন্যায্য দাবি মানতে সরকারের মান-অভিমানের সুযোগ নেই : তারেক রহমান May 25, 2025
img
ভিপি নুরের সঙ্গে ছবি থাকায় ৫ বার আমার ভারতীয় ভিসা রিজেক্ট হয় : বাঁধন May 25, 2025
প্রথমবারের মত কানে এ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিনেমা May 25, 2025
বাংলাদেশে প্রথমবার দেখা গেলো ফ্যামিলি স্কুটি May 25, 2025
img
রোহিত-কোহলিদের দেখানো পথ অনুসরণ করে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান গিল May 25, 2025
'আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে' May 25, 2025
img
মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে হেনস্তার শিকার গায়িকা সোফি May 25, 2025