কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঝলমল করেছিলেন জাহ্নবী কাপুর। নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনীতে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে তার চরিত্র সুধা সম্পর্কে কথা বলার সময় তিনি বিআর আম্বেডকারের নাম টেনে আনেন। আম্বেডকার সম্পর্কে মন্তব্য করার কারণে আবারও বিতর্কে পড়েছেন অভিনেত্রী।
জাহ্নবীর বক্তব্য, আম্বেডকার সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা আম্বেডকার সম্পর্কে জানেন জাহ্নবী।
‘হোমবাউন্ড’ ছবিতে সুধা চরিত্রটি আম্বেডকারের সমর্থক।
বাস্তবে আম্বেডকারের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেন, আম্বেডকার সমাজে এত কিছুর পক্ষে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলির সমর্থন করি আমি। তাঁকে কিছু কারণের জন্যই এভাবে সম্মান করা হয়।
সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তার সমর্থন করি আমি।”
এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আম্বেডকারকে আরও ভালোভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। জাহ্নবীর এই মন্তব্য শুনেই নেটাগরিকের দাবি, আম্বেডকারকে ভালোভাবে চেনেনই না জাহ্নবী।
এক নিন্দুক বলেছেন, “কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না।
আসলে আপনি কিছুই জানেন না।” আরও একজন প্রশ্ন তুলেছেন, “আচ্ছা জাহ্নবী বলুন তো, আম্বেডকার সমাজের জন্য ঠিক কী কী করেছিলেন?”
‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক নীরজ ঘেয়ান। পরিচালকের জন্যই রাজনীতি নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলেও জানান।
আরএ/এসএন