তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুই ছাত্র উপদেষ্টাসহ তিন উপদেষ্টাকে বহিষ্কার করলে অন্তর্বর্তী সরকারে ন্যূনতম স্বচ্ছতা আসবে। সেটি করা না হলে এ সরকার প্রশ্নবিদ্ধ হবে।

রোববার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলো শেখ হাসিনার পতন চেয়েছে একটিমাত্র কারণে, তা হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জন্য। এটি ছিল গত ১৫ বছরের লড়াই। সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে। এখন সেই গণতান্ত্রিক উত্তরণ দরকার, উত্তরণ মানে নির্বাচন।

এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের কথা বলাই যেন এখন অপরাধ। বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে, সরকারের স্বচ্ছতার জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এ সরকারে থাকতে পারবে না। দুজনের কথা সরাসরি বলেছে। আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মিডিয়াতে দেখলাম পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পরে স্বামীও আত্মহত্যা করেছে। যার কারণে এটি করেছে তিনি এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এ ঘটনায় ৩০ বছর আগে সে বিদেশে পালিয়ে গিয়েছিল। তাকে বিদেশ থেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি তাকেও বহিষ্কারের কথা বলেছে। এই তিনজনকে বহিষ্কার করলে মিনিমাম স্বচ্ছতা আসবে। আর যদি বহিষ্কার করা না হয় তাহলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে।

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে, ডেমোক্রেসির জন্য নয়। আপনি গণতন্ত্র বোঝেন না এটি আমরা বুঝি। আপনি যদি ওই তিনজন উপদেষ্টাকে বহিষ্কার না করেন তাহলে আমরা ধরে নেবো আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। আপনার অধীনে ভালো একটি নির্বাচন হবে এটি বিশ্বাস করা আমাদের জন্য কঠিন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে শামসুজ্জামান দুদু আরও বলেন, নির্বাচন এখন খুব জরুরি। দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনে সন্দেহ দূর করেন। জাতীয় ঐক্য সৃষ্টি করেন। তা না করলে দেশের যে পরিস্থিতি হবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে।

তিনি বলেন, আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের (এনসিপি নেতা) সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলেমানুষি আপনাকে মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান আমরা এটি প্রত্যাশা করি।

বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আসামের মুখ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশেরও দুটি ‘চিকেন নেক’ আছে May 26, 2025
img
নরসিংদীতে ডিবি পুলিশের গাড়ি ভাঙচুর, হামলায় আহত ৭ May 25, 2025
গোয়েন্দা সংস্থা বিতর্কে যা জানালেন বাঁধন May 25, 2025
অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোয় সমর্থন নেই জামায়াতের: ডা. শফিকুর রহমান May 25, 2025
জাপানের ৮৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটাবে সোলার প্যানেল May 25, 2025
img
অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগ হতে পারে May 25, 2025
img
৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে May 25, 2025
জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে: জামায়াত আমীর May 25, 2025
img
‘স্বৈরাচারের মতো কিছু উপদেষ্টাও নির্বাচনের কথা শুনলে ভয় পান’ May 25, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব May 25, 2025
img
মেয়েকে নিয়ে পরিচালক প্রভাতের খোলা চিঠি May 25, 2025
img
২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা May 25, 2025
img
প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি May 25, 2025
নির্বাচন হলে বিএনপিই সরকার গঠন করবে মন্তব্য নুরের May 25, 2025
এনসিপি থেকে জিকোর অব্যাহতি May 25, 2025
বন্দর নিয়ে সর্বশেষ যা জানালো প্রেস সচিব | May 25, 2025
img
আ. লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা May 25, 2025
img
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৬ জুন May 25, 2025
img
গাজার ৭৭ শতাংশ ভূখণ্ড দখলে নিল ইসরায়েল May 25, 2025
img
আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেসসচিব May 25, 2025