টেলিভিশনের পর্দায় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনয়ে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শকেরা।
কখনও কূট শাশুড়ি আবার কখনও বা খারাপ কাকিমার চরিত্রে অভিনয় করে নন্দিনী বাঙালি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। এই বয়সে এসেও নিজেকে ফিট রেখেছেন তিনি। এবার সেই অভিনেত্রী বড়সড় বিপদে পড়লেন।
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন নন্দিনী। যেখানে তার দুই হাতেই প্লাস্টার করা। ঘরে বালিশের ওপর দুই হাত রেখেছেন তিনি।
হাসিমুখেই ছবি তুলেছেন নন্দিনী, তার সঙ্গে ক্যাপশনে লেখা, বিশ্রীভাবে পড়ে গিয়েছি। দুই সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে থাকতে হবে।কিন্তু কীভাবে পড়ে গেলেন তিনি? কীভাবেই বা এত গুরুতর চোট পেলেন? এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে নন্দিনী জানিয়েছেন, বাড়িতেই পড়ে গেছেন। আর তাতেই এভাবে চোট পেয়েছেন। পরে ব্যথা বাড়লে তিনি চিকিৎসক দেখান এবং জানতে পারেন তার দুটো হাতই ভেঙেছে।
অভিনেত্রী এটাও জানিয়েছেন, তার দুই হাতেই অপারেশন হয়েছে। তবে এখন সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে।বাংলার গণ্ডি ছাড়িয়ে নন্দিনী অভিনয় করছেন হিন্দি সিরিয়ালেও। হিন্দি ধারাবাহিক নয়নতারাতে কয়েকদিনের শ্যুটিংও করেছেন তিনি। কিন্তু এর মাঝেই বড়সড় বিপদ।
প্রসঙ্গত, ২০২৩-এর শেষের দিকে গোয়ার সি-বিচে বিকিনি পড়ে নেট দুনিয়া তোলপাড় করেছিলেন এই অভিনেত্রী। যা নিয়ে খারাপভাবে ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাকে।
এমআর/টিএ