আবারও বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম । নতুন প্রেমিকা মডেল ইতি চৌধুরীকে ঘিরেই চলছে এই গুঞ্জন । তাদের প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে । তাইতো সামনে বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউই ।
গণমাধ্যমে হিরো আলম জানান, আমরা প্রেমের সম্পর্কে আছি এটা সত্যি । কিন্তু বিয়ে তো আল্লাহর হাতে । ইতিও জানিয়েছেন, সম্পর্কটিকে সম্মানের জায়গা থেকে দেখছেন এবং ভবিষ্যতের কথা সময়ই বলবে ।
গাজীপুরের মেয়ে ইতি, হিরো আলমের একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়েন । হিরো আলম বলেন, ইতি খুব ভালো মেয়ে। সে নিজেই আগ্রহ দেখিয়ে কাজ করতে চেয়েছে । সেখান থেকেই আমাদের বন্ধুত্ব এরপর প্রেম । তারা একসঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং এখন সিনেমাতেও জুটি বাঁধার পরিকল্পনা চলছে ।
তবে হিরো আলমের ব্যক্তিগত জীবন আগেও বারবার এসেছে আলোচনায় । প্রথম স্ত্রী সাদিয়া বেগম সুমির সঙ্গে ২০১০ সালের বিয়ে, ২০১৯ সালে মামলা গ্রেপ্তার ও জামিন সবই ছিল নজরে । এরপর দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক শুরু হলেও তা এখন প্রায় ভেঙে পড়েছে । সম্প্রতি এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনেছেন হিরো আলমের বিরুদ্ধে । তার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় পরে তা অস্বীকার করেন হিরো আলম । এই মামলার তদন্ত এখনো চলমান ।
এছাড়াও হিরো আলমের আরেক প্রেমিকা রিয়া মণিকে নিয়েও চলছে গুঞ্জন । তারা একসঙ্গে স্টেজ পারফর্ম করছেন এবং ভবিষ্যতে সিনেমাতেও কাজের পরিকল্পনা রয়েছে । তবে এই সম্পর্ক নিয়ে হিরো আলম মুখ খোলেননি এখনও । সব মিলিয়ে হিরো আলমের জীবনে প্রেম, কাজ আর বিতর্ক সব একসঙ্গে চলছে ।
টিএ/