দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান এবং দুই বাংলার প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা।
সেই সিনেমার কাজেই এবার কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন এই তারকা জুটি। জানা গেছে, 'তাণ্ডব'-এর ডাবিং চলছে এখন ওপার বাংলায়। আর সেই কাজেই অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন শাকিব ও জয়া।
জয়া জানালেন, পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন। সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিয়োতে। সন্ধ্যায় কাজের পর পার্টি। সেখানে জয়া, শাকিব, রায়হান রাফী, শাকিল তো রয়েইছেন।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও ছবিতে রয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা। ইতোমধ্যেই সিনেমার দেড় মিনিটের টিজর ঝড় তুলেছে দুই বাংলায়।
দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান- ওঠে কৌতূহল।
তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন- আর সঙ্গেই দেখা মিল শাকিব খানকে; এক রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন- যেন মনে হলো ধরা পড়ে গেছেন!
আরএ/টিএ