ওপার বাংলার সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। পেহেলগামের ঘটনায় ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে গানের মাধ্যমে সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের দেখতে পেলেই তাদের পা স্পর্শ করা উচিত বলে মন্তব্য করেছেন।
শনিবার মুম্বইয়ের কনসার্টে গান গাইছিলেন শ্রেয়া। শ্রোতারা গানও উপভোগ করছিলেন। মাঝে আচমকা গান থামান। এরপর বলেন, ‘প্রতিটি সেকেন্ড এই যে নিশ্চিন্তে আমরা দাঁড়িয়ে আছি তার কারণ কেউ সীমান্ত রক্ষা করে চলেছেন।’
তার কথায়, ‘কোনো সেনা জওয়ান, সেনা আধিকারিক দেখতে পেলেই তাদের পা স্পর্শ করা উচিত। এই গানটি আমার তাদের পা স্পর্শের যেন মাধ্যম।’
এরপর সব শ্রোতা এবং কলাকুশলীদের সঙ্গে গলা মিলিয়ে ‘মা তুঝে সালাম’ গানটি গাইতে শোনা গেছে শ্রেয়াকে। অনুষ্ঠান মঞ্চে শ্রেয়ার সম্মান প্রদর্শনীর ভঙ্গিমা মুগ্ধ করেছে শ্রোতাদের।
গত ১০ মে, মুম্বাইতে শ্রেয়ার কনসার্ট ছিল। তবে সে সময়ের পরিস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠান স্থগিত করে দেন। পরে দিনক্ষণ জানানো হবে বলেই অনুরাগীদের জানান। মাঝে যুদ্ধবিরতির চুক্তি হয়।
এমআর/টিএ