কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ি পরিদর্শনকালে স্থানীয় চাঁদাবাজদের খপ্পরে পড়েন মো. শাহাজালাল মৃধা (৪৫) নামের এক ব্রুনাই প্রবাসী। চাঁদাবাজরা তার কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর করে নিলা-ফুলা জখমসহ মারাত্মক আহত করে। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২৪ মে) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় ঘটেছে।
এই ঘটনায় আহতের ভাই ফজলু মৃধা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন- তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাশুর নতুন বাজার এলাকায়। তার বাবার নাম মৃত মোসলেম মৃধা। তার ভাই মো. শাহজালাল মৃধা একজন ব্রুনাই প্রবাসী।
সে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ সোনার বাংলা প্রজেক্ট এলাকায়য় দেড় বছর আগে জমি ক্রয় করে বাড়ি নির্মাণের কাজ ধরেন। তখন স্থানীয় চাঁদাবাজ মো. মোস্তফা বেপারী (৪৩) ও মো. খবিরসহ (৪৫) আরো অজ্ঞাতনামা ৬/৭ জন আমার ভাইয়ের কাছ থেকে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। এরপর তারা আমার ভাইয়ের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়ে কাজ চালু করে। এর কিছু দিন পর আমার ভাই প্রবাসে চলে যায়।
আমার ভাই প্রবাস থেকে ফের গত ২০ মে দেশে চলে আসে। ২৪ মে বেলা ১২টার দিকে তার কেরানীগঞ্জস্থ নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে আসলে উপরোক্ত চাঁদাবাজরা আমার ভাইকে তাদের দাবিকৃত চাঁদার বাকী ১০ লাখ টাকা দিতে বলেন। আমার ভাই তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা আমার ভাই শাহজালাল মৃধাকে (৪৫) তার নির্মাণাধীন বাড়ির সামনে রামদা, লোহার রড, হাতুড়ি, পিস্তল ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া রাস্তায় ফেলে এলোপাতাড়িভাবে মারধর করে নিলা-ফুলা জখম করে। ১নং বিবাদীর হতে থাকা পিস্তল দিয়ে আমার ভাইয়ের ডান চোখের ওপর বারি মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। গলায় থাকা স্বর্ণের চেইন, পকেটে থাকা ব্রুনাইয়ের ৫ হাজার ডলার ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এস আই বারেকের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মারামারির ঘটনাটি সত্য। তবে তাদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে কোনো লেনদেন থাকতে পারে। সে টাকা নিয়ে হয়তো মারামারি হতে পারে।
আরআর/টিএ