ক্রাশ খেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তা আবার নিজের সামজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। যদিও নিজের জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে কখনোই লুকোছাপা করেননি স্বস্তিকা। সেই কারণে একাধিক সময় চর্চায় এসেছেন তিনি।
এবার সম্প্রতি সামাজিক মাধ্যমে ফলাও করেই নিজের ক্রাশ খাওয়ার কথা জানালেন অভিনেত্রী। তার মতে প্রেমের কোনো বয়স হয় না; প্রেমে পড়া কোনো অপরাধও নয়।
তবে সহ অভিনেতা বা অন্য কারও ওপর ক্রাশ খাননি স্বস্তিকা। ক্রাশ খেয়েছেন সোজা ছবির এক চরিত্রের প্রতি। খোলসা করে বললে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি ‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’। আর সেই ছবি দেখেই নাকি এক্কেবারে ক্রাশ খেয়ে গেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সে কথা নিজের সোশ্যাল মিডিয়াতে ফলাও করে জানিয়েছেনও তিনি।
স্বস্তিকা লিখেছেন, ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউজফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভালো লাগে। টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেন টায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু।’
চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। বরাবরের মতো দর্শক এবারেও একেনবাবুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার সেই একেনের সঙ্গেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখার্জী। এবার দেখার সত্যিই একেনের আগামী ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখতে পান কিনা দর্শক। পেলেও কোন চরিত্রে দেখা যাবে এই নিয়ে নাকি ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে।
ক্রাশ খেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তা আবার নিজের সামজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। যদিও নিজের জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে কখনোই লুকোছাপা করেননি স্বস্তিকা। সেই কারণে একাধিক সময় চর্চায় এসেছেন তিনি।
এবার সম্প্রতি সামাজিক মাধ্যমে ফলাও করেই নিজের ক্রাশ খাওয়ার কথা জানালেন অভিনেত্রী। তার মতে প্রেমের কোনো বয়স হয় না; প্রেমে পড়া কোনো অপরাধও নয়।
তবে সহ অভিনেতা বা অন্য কারও ওপর ক্রাশ খাননি স্বস্তিকা। ক্রাশ খেয়েছেন সোজা ছবির এক চরিত্রের প্রতি। খোলসা করে বললে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি ‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’। আর সেই ছবি দেখেই নাকি এক্কেবারে ক্রাশ খেয়ে গেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সে কথা নিজের সোশ্যাল মিডিয়াতে ফলাও করে জানিয়েছেনও তিনি।
স্বস্তিকা লিখেছেন, ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউজফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভালো লাগে। টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেন টায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু।’
চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। বরাবরের মতো দর্শক এবারেও একেনবাবুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার সেই একেনের সঙ্গেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখার্জী। এবার দেখার সত্যিই একেনের আগামী ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখতে পান কিনা দর্শক। পেলেও কোন চরিত্রে দেখা যাবে এই নিয়ে নাকি ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে।
আরআর/এসএন