আওয়ামী লীগ জনগণকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের কাছে টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সফর কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাস স্টেশন চত্বরে পথসভায় তিনি এ দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতা পরবর্তী আমরা নাগরিকদের আশা-আকাঙ্খা বাস্তবায়িত হয়নি। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়নি।
আমরা চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগনের হোক। রাষ্ট্রীয় বাহিনীর হাতে আমাদের সন্তান আর মৃত্যুবরণ না করুক। এ দেশে আর কোন ফ্যাসিবাদ ফিরে না আসুক। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলের সব নির্বাচন বাতিল করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম মহানগর, জেলা অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান, ফটিকছড়ি উপজেলা সংগঠক মোহাম্মদ একরামুল হক প্রমুখ।
আরএম/এসএন