ভক্তদের জন্য নতুন ক্লাব নিয়ে ফিরছেন মেসি ও সুয়ারেজ

বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর এবার ইন্টার মায়ামিতেও জুটি বেঁধেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার এই দুই লাতিন তারকা মিলে গড়েছেন নতুন এক ফুটবল ক্লাব—ডিপার্টিভো এলএসএম। ক্লাবটি উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগ থেকে যাত্রা শুরু করবে।

আজ মঙ্গলবার (২৭ মে) এক ভিডিও বার্তায় ক্লাবটির ঘোষণা দেন তারা। ক্লাবের নাম রাখা হয়েছে মেসি ও সুয়ারেজের নামের আদ্যক্ষর দিয়ে। ভিডিওতে সুয়ারেজ বলেন, ‘আজ আমি উরুগুইয়ান ফুটবলকে একটি প্রস্তাব দিতে যাচ্ছি, যে জায়গাকে আমি ভালোবাসি এবং যেখানে আমি বড় হয়েছি। আমরা এইউএফ প্রতিযোগিতায় অংশ নিতে চাই।’

এতেই বোঝা যায়, এমএলএস মাতিয়ে এবার ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন এই দুই তারকা।

এরপরই সাবেক উরুগুইয়ান তারকা এই কাজে জড়িত আরেকজনকে পরিচয় করিয়ে দেন, তিনি আর কেউ নন, পাশে বসে থাকা আর্জেন্টাইন মহাতারকা মেসি। সুয়ারেজ বলেন, ‘কিশোর বয়স থেকেই আমরা একসঙ্গে ব্যাপক অভিজ্ঞতা নিয়েছি, যেখানে অনেক বিষয়ের মিল আছে। শীর্ষ ফুটবলেও আমাদের নানা অভিজ্ঞতা হয়েছে এবং সে কারণেই আমি আমার বন্ধু ও সতীর্থকে পরিচয় করিয়ে দিতে চাই। এই প্রজেক্ট ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের উপযুক্ত মাধ্যম। যে দৃষ্টিভঙ্গি আমরা শুরু থেকেই লালন করে আসছি।’

এরপর নিজেদের ফুটবল ক্লাবের যাত্রা শুরু করা নিয়ে মেসি বলেন, ‘এই প্রজেক্ট নিয়ে আমি, আমার পরিবার ও সংশ্লিষ্টরা অনেক আত্মবিশ্বাসী এবং বিষয়টি আমাদের রোমাঞ্চিত করছে। এই স্বপ্ন এখানেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে তা পরিবার, বন্ধু ও কাছের স্বজনদের মাঝেও ছড়িয়ে দেবো।’

মেসি-সুয়ারেজের সেই ঘোষণার ভিডিও প্রকাশের পর ইনস্টাগ্রামে ক্লাবের নামে নতুন অ্যাকাউন্ট খোলার পর ইতোমধ্যে বেশ সাড়া মিলেছে। ৪ ঘণ্টায় (প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত) অ্যাকাউন্টের অনুসারী দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি।

জানা গেছে, লুইস সুয়ারেজ কমপ্লেক্সে অনুশীলনের জন্য ব্যবহার করবে ডিপার্টিভো এলএসএম ক্লাব। যেটি ২০ একর জায়গাজুড়ে অবস্থিত, রয়েছে টার্ফ স্টেডিয়াম। যেখানে আপাতত দর্শক ধারণক্ষমতা ১৪০০। এ ছাড়া সেভেন-এ-সাইড পিচ ও ৬২০ ভক্তের জন্য রয়েছে আলাদা কক্ষ।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
মুম্বাইয়ের বৃষ্টির কারণে বন্ধ ভিকি, রণবীর ও আলিয়ার নতুন সিনেমার শুটিং May 29, 2025
তারেক-খালেদার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা এ্যানির May 29, 2025
আবরার ফাহাদকে নিয়ে বিতর্কিত মন্তব্য ছাত্র ইউনিয়ন নেতার May 29, 2025
আমাদের দল করতে হবে বলছি না, নিজেরাই সংঘটিত হন' - নাহিদ May 29, 2025
img
‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল আসছে, জয়ার হাতে কৌশিকের আমন্ত্রণ May 29, 2025
img
যে কারণে নতুন পেস বোলিং কোচ শন টেইট নিয়ে আশাবাদী তাসকিন May 29, 2025
img
মেজর সিনহা নিজের জীবন দিয়ে অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়ে গেছেন: অ্যাটর্নি জেনারেল May 29, 2025
img
ওয়েব সিরিজে প্রথমবার জুটি বাঁধছেন সোহম-দেবচন্দ্রিমা May 29, 2025
img
সরকার নির্বাচনের ডেট না দিলে আমরাই দিয়ে দেবে : শামসুজ্জামান দুদু May 29, 2025
img
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার May 29, 2025
img
এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ঢাকায় May 29, 2025
img
অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়: তারেক রহমান May 29, 2025
img
আইনশৃঙ্খলার অবনতি এভাবে চলতে থাকলে দেশে কেও বিনিয়োগ করতে আসবেনা : জিএম কাদের May 29, 2025
img
ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই-কমিশনারের পরিচয়পত্র পেশ May 29, 2025
img
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীসহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা May 29, 2025
img
যে কথা বাংলাদেশে বলিনি, সে কথা জাপানে বলাটা আমার জন্য অস্বস্তিকর: ড. ইউনূস May 29, 2025
img
বৃষ্টি ও জোয়ারে প্লাবিত বাগেরহাট, সুন্দরবনে ৩ ফুট পানি বৃদ্ধি May 29, 2025
img
চিঠির জবাবে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন ফারুক May 29, 2025
img
জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : ভারত May 29, 2025
img
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব : তারেক রহমান May 29, 2025