দিন যত এগোচ্ছে, ততই আরও পরিণত ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তুলছেন লামিনে ইয়ামাল। তাঁর অসাধারণ প্রতিভা দেখে ইউরোপের অনেক বড় ক্লাবই আগ্রহ দেখাচ্ছে তাকে দলে ভেড়াতে। তবে ইয়ামাল নিজে বার্সেলোনাতেই ভবিষ্যৎ গড়তে চান, আর ক্লাবও যেকোনো মূল্যে তাকে ধরে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো এবং দিয়ারিও স্পোর্ত জানায়, ইয়ামাল বার্সার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আজই নতুন এই চুক্তিতে সই করবেন তিনি।
গতকাল বার্সেলোনার তোরে মেলিনা হোটেলে ইয়ামালের এজেন্ট জর্জ মেন্দেসের সঙ্গে দেখা করেছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং দুই পক্ষ প্রায় সব বিষয়ের ওপর ঐকমত্যে পৌঁছেছে।
চুক্তি হলে ইয়ামাল হবেন ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। বর্তমানে বার্সার সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি সাপ্তাহিক ৬ লাখ ৪০ হাজার ৯৬২ ইউরো আয় করেন। বিপরীতে ইয়ামালের বর্তমান আয় মাত্র ৬৪ হাজার ৩৮ ইউরো। আগামী ১৩ জুলাই ইয়ামালের বয়স ১৮ বছর পূর্ণ হলে এমনিতেই তার পারিশ্রমিক বাড়ার কথা ছিল। তবে নতুন চুক্তিতে তার পারফরম্যান্স অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হচ্ছে।
২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫টি। তার প্রভাব ছিল ম্যাচ নির্ধারণী, বিশেষ করে ডান উইংয়ে তার খেলা প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছিল।
নতুন চুক্তিতে থাকছে বিশেষ কিছু শর্ত। যেমন, ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো ছাড়াও, যদি এই সময়ের মধ্যে ইয়ামাল ব্যালন ডি’অর জিততে পারেন, তাহলে পাবেন মোটা অঙ্কের বোনাস।
তবে রিলিজ ক্লজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগে যা ১০০ কোটি ইউরো নির্ধারিত ছিল, তা আবার পর্যালোচনা করা হচ্ছে।
উয়েফা নেশনস লিগ সামনে রেখে ইয়ামাল শিগগিরই জাতীয় দলে যোগ দেবেন এবং পরে ছুটিতে যাবেন। এর আগেই বার্সা এই চুক্তির প্রক্রিয়া শেষ করতে চায়, কারণ ১৮ বছর পূর্ণ হলে আইনি ও চুক্তিগত কিছু জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ক্লাবটি।
প্রসঙ্গত, বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনায় ইয়ামাল আছেন কেন্দ্রীয় ভূমিকায়। প্রথম মৌসুমেই ক্লাবকে তিনটি ট্রফি এনে দেয়া এই কোচের দীর্ঘমেয়াদি প্রকল্পে ইয়ামালকেই সামনে রেখেই এগোতে চায় বার্সা। তাই তরুণ এই বিস্ময়বালককে ভবিষ্যতের মূল স্তম্ভ হিসেবে ধরে রাখতেই এমন চুক্তি করছে ক্লাবটি।
আরএ