বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বুধবার (১১ জুন) হালকা পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলাফল এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় থাকায় বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। পাশাপাশি চীনের দুর্বল তেলচাহিদা ও ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর রয়টার্সের।

বুধবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়ায় প্রতি ব্যারেল ৬৬.৭২ ডলারে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১০ সেন্ট বা ০.২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৪.৮৮ ডলারে লেনদেন হয়।

দুই দিনব্যাপী এক চূড়ান্ত আলোচনা শেষে লন্ডনে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা একটি সমঝোতার কাঠামোতে একমত হয়েছেন। এর মাধ্যমে বাণিজ্য বিরতি আবার সচল করার পাশাপাশি চীনের বিরল খনিজ ও চুম্বক জাতীয় পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথ সুগম হবে বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এই দুই দেশ বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও শীর্ষ তেলভোক্তা হওয়ায় তাদের সম্পর্কের গতিপ্রকৃতি বিশ্ববাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে।

ফিলিপ নোভার জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ‘মূল্য সংশোধনের পেছনে রয়েছে প্রযুক্তিগত মুনাফা গ্রহণ এবং আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বাজারে সতর্কতা।’

লুটনিক আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ফলাফল সম্পর্কে ব্রিফিং গ্রহণের পরই এটি অনুমোদন করবেন।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘চীনের অর্থনৈতিক ঝুঁকি কমে গেলে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল থাকলে তা তেলের চাহিদা ও দামে ইতিবাচক প্রভাব ফেলবে।’

অন্যদিকে, তেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ওপেক প্লাস জোট। জুলাই মাসে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে জোটটির, যা উৎপাদন হ্রাস তুলে নেয়ার ধারাবাহিক চতুর্থ পদক্ষেপ। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, আঞ্চলিক বাজারে এই অতিরিক্ত তেলের চাহিদা সেভাবে তৈরি হবে না।

ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও পণ্য বিশ্লেষক হামাদ হুসেইন বলেন, ‘সৌদি আরবসহ ওপেক প্লাস জোটের অভ্যন্তরীণ চাহিদা কিছুটা ভারসাম্য আনতে পারে। তবে এই চাহিদা মৌসুমি হওয়ায় আমরা এখনও আশা করি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলারে নেমে আসবে।’

এদিকে, মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সাপ্তাহিক তেল মজুত প্রতিবেদন বুধবার প্রকাশিত হবে। মার্কেট সূত্র বলছে, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেল মজুত ৩ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে। রয়টার্স পরিচালিত এক জরিপে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, ৬ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেল মজুত ২০ লাখ ব্যারেল কমলেও ডিজেল ও গ্যাসোলিনের মজুত কিছুটা বেড়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফোবানা সম্মেলনে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান Aug 19, 2025
img
সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৫৫ Aug 19, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস Aug 19, 2025
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময়সীমা বৃদ্ধি Aug 19, 2025
img
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, অধ্যাদেশ জারি করল সরকার Aug 19, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠক দুই সপ্তাহের মধ্যে : জার্মান চ্যান্সেলর Aug 19, 2025
img
ভুটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বাংলাদেশ Aug 19, 2025
img
মাত্র ৭০ লাখ বাজেট, আয় ৭৫ কোটি! অবিশ্বাস্য সাফল্যের গল্প ‘মুংগারু মালে’ Aug 19, 2025
img
৪ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী Aug 19, 2025
img
নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Aug 19, 2025
‘দিল চাহতা হ্যায়’ ভালো লেগেছিল, অভিনয় নয়: নাসিরুদ্দিনের Aug 19, 2025
img
বেরোবির বিরুদ্ধে ছাত্র সংসদের নামে ৪৫ লাখ টাকা লোপাটের অভিযোগ Aug 19, 2025
img
এবার মার্টিনেজকে দলে নিতে আগ্রহী মেসির মিয়ামি! Aug 19, 2025
img
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার Aug 19, 2025
img
বাংলা সংস্কৃতির সঙ্গে আত্মিক সংযোগের প্রমাণ দিলেন বিদ্যা Aug 19, 2025
img
‘তোমাকে অন্যরা বাদ দিলেও, আমি তো আছি’, বরুণকে গম্ভীর Aug 19, 2025
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একের পর এক কারিগরি ত্রুটি, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ Aug 19, 2025
img
তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ Aug 19, 2025
img
সাময়িক বরখাস্ত হলেন দুদকের উপপরিচালক পলাশ Aug 19, 2025
img
চীন ও ভারতের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত : চীনা পররাষ্ট্রমন্ত্রী Aug 19, 2025