বিদেশে অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলার ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘একটি সম্ভাব্য বিকল্প’ হতে পারে।

তিনি জানান, সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে এই ধরনের সমঝোতা অর্থ ফেরত আনার পাশাপাশি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া এড়াতে সহায়ক হতে পারে। তবে গুরুতর দুর্নীতি কিংবা প্রতারণা সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন গভর্নর।

আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব অর্থ ফেরত আনা। যদি কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সমঝোতার মাধ্যমে বেশি সম্পদ ফিরে পাওয়া যায়, তাহলে সেটিও বিবেচনায় আনা হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ শনাক্ত ও ফেরত আনার উদ্যোগ জোরদার করেছে। এরই অংশ হিসেবে একাধিক ধনকুবের, রাজনীতিক ও ব্যবসায়ীকে নজরদারির আওতায় আনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু পরিবারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নিয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে অগ্রাধিকারভিত্তিতে ১১টি তদন্ত শুরু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভ্যন্তরীণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পদক্ষেপও নেওয়া হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য, গত ১৫ বছরে ক্ষমতাসীনদের দ্বারা বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও ফিরিয়ে আনা। প্রশাসন এরই মধ্যে বিভিন্ন বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা শুরু করেছে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনে সফরকালে ব্রিটিশ সরকারের প্রতি আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, এটা চুরি হওয়া অর্থ। আইনগতভাবে এবং আমি বলব নৈতিকভাবেও, যুক্তরাজ্য সরকারের উচিত এই অর্থ শনাক্ত করতে সহায়তা করা।

উল্লেখ্য, সরকারি নির্দেশনায় তৈরি এবং গত ডিসেম্বর মাসে প্রকাশিত একটি অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। অর্থাৎ, এই সময়কালে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, যা জাতীয় অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।

এই শ্বেতপত্র অনুযায়ী, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহল ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নিয়ে জালিয়াতি ঋণ, ভুয়া প্রকল্প ও অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ একাধিক অর্থনীতিবিদ এ বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন।

এসএম/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক Aug 19, 2025
img
মুন্সীগঞ্জে প্রকাশ্যে প্রহারের ঘটনায় মামলা, এক যুবক আসামি Aug 19, 2025
img
সয়াবিন তেল কেজিতে বিক্রির বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ Aug 19, 2025
img
ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে মুখ খুললেন জেলেনস্কি Aug 19, 2025
img
বাংলাদেশের হয়ে প্রবাসী জায়ান আহমেদের জাতীয় দলে রোমাঞ্চকর অভিষেক Aug 19, 2025
img
ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের উদ্যোগ Aug 19, 2025
img
৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন Aug 19, 2025
img
ইউক্রেনের জন্য ভালো খবর আসতে পারে, ইঙ্গিত দিলেন মেলোনি Aug 19, 2025
img
বার্নাব্যুতে আজ লা লিগা মিশন শুরু রিয়ালের, অভিষেকের অপেক্ষায় কোচ জাবি Aug 19, 2025
img
বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল-চিনি আমদানির অনুমতি দিল সরকার Aug 19, 2025
img
কারিগরি ত্রুটিতে বন্ধ অনলাইন জিডি সেবা Aug 19, 2025
img
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Aug 19, 2025
img
জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে Aug 19, 2025
img
এনসিএল টি-টোয়েন্টিতে থাকছে না তামিম-জাওয়াদরা Aug 19, 2025
img
জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প Aug 19, 2025
img
গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার Aug 19, 2025
img
আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার লক্ষ্যে এসএ টোয়েন্টির Aug 19, 2025
img
পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Aug 19, 2025
img
মাগুরায় ২ দোকান থেকে ৬২ কেজি পলিথিন জব্দ, ১৩ হাজার টাকা জরিমানা Aug 19, 2025
img
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মার্কিন প্রতিশ্রুতি আলোচনার সবচেয়ে বড় ফলাফল: ম্যাক্রোঁ Aug 19, 2025