চ্যাটজিপিটির ব্যবহারে বাড়ছে বৈশ্বিক পানি ও বিদ্যুৎ-এর চাহিদা

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যেমন মানুষের দৈনন্দিন কাজকে সহজ করছে, তেমনি এর পরিবেশগত প্রভাব নিয়েও বাড়ছে আলোচনা। বিশেষ করে এআই চ্যাটবটগুলোর কার্যকারিতার পেছনে যে পরিমাণ শক্তি ও পানি খরচ হয়, তা নিয়ে সম্প্রতি উদ্বেগ দেখা দিয়েছে। এবার সেই আলোচনায় যুক্ত হলেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান।

একটি ব্লগ পোস্টে স্যাম অল্টম্যান জানিয়েছেন , চ্যাটজিপিটিকে করা প্রতিটি প্রশ্নের উত্তরে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি ব্যবহার হয়। এই পরিমাণ পানি এক চা চামচের প্রায় ১৫ ভাগের এক ভাগের সমান। অর্থাৎ, আপনি যদি চ্যাটজিপিটিতে ১৫টি প্রশ্ন করেন তবে এর উত্তরের জন্যই ব্যবহার হবে একটি চা চামচ পরিমাণ পানি।

এই হিসাব শুনতে অল্প মনে হলেও বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর প্রতিদিনের ব্যবহার বিবেচনায় এটি এক বিশাল পরিমাণ পানিতে রূপ নেয়।

শুধু পানি নয়, প্রতিটি প্রশ্নের উত্তরে ০.৩৪ ওয়াট-আওয়ার বিদ্যুৎ খরচ হয়। তুলনা হিসেবে বলা যায়, একটি সাধারণ ওভেন এক সেকেন্ডে অথবা একটি এনার্জি সেভিং বাল্ব ২ মিনিটে যত বিদ্যুৎ খরচ করে, চ্যাটজিপিটির একটি উত্তরের পেছনে ঠিক তত বিদ্যুৎ ব্যয় হয়।

স্যাম অল্টম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকলাপে বিদ্যুৎ খরচ এতটাই বেড়ে যেতে পারে যে তা সাধারণ ব্যবহারকারীর ঘরের মাসিক বিদ্যুৎ বিলের সমান হয়ে যেতে পারে।

চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোর পেছনে কাজ করে বড় মাপের ডেটা সেন্টার এবং সার্ভার ফার্ম। এই সার্ভারগুলোকে চালু রাখতে ও ঠাণ্ডা রাখতে প্রতিনিয়ত প্রয়োজন হয় প্রচুর বিদ্যুৎ এবং পানি। পানি মূলত ব্যবহার হয় কুলিং সিস্টেমে, যাতে সার্ভারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন , সার্ভার যত শক্তিশালী হয়, তত বেশি তাপ উৎপন্ন করে। আর সেই তাপ কমাতে আরও বেশি পানি ব্যবহার করা লাগে। তাই, চ্যাটজিপিটির মতো উন্নত এআই প্রযুক্তি যত বেশি ব্যবহৃত হবে, ততই জল ও বিদ্যুৎ চাহিদা বাড়বে।

গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তা চলতে থাকলে, ২০২৫ সালের শেষ নাগাদ এটি বিটকয়েন মাইনিংয়ের চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে। উল্লেখ্য, বিটকয়েন মাইনিং ইতোমধ্যেই বৈশ্বিক বিদ্যুৎ খরচের একটি বিশাল অংশ দখল করে আছে।

স্যাম অল্টম্যান যদিও পানি ও বিদ্যুৎ খরচের বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দিয়েছেন , তবে এই হিসাবের সূত্র বা গাণিতিক বিশ্লেষণ এখনো ওপেনএআই প্রকাশ করেনি। অনেকে মনে করছেন, এই তথ্য প্রকাশের উদ্দেশ্য হলো এআই প্রযুক্তিকে ঘিরে উঠা পরিবেশগত সমালোচনার জবাব দেয়া এবং তাদের প্রযুক্তির দক্ষতা ও জবাবদিহিতা তুলে ধরা।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি, সময় ২০ আগস্ট পর্যন্ত Aug 10, 2025
img
এক দশক পর ফের জুটি বাঁধছেন নির্মাতা সুরজ ও সালমান খান Aug 10, 2025
img
মুরগির ডাক নকল করে বিভ্রান্তি তৈরি, দরজা খুলতেই ছুরিকাঘাতে হত্যা Aug 10, 2025
img
গল্প পছন্দ না হওয়ায় হৃদয়কে নাকচ করলেন শাকিব Aug 10, 2025
img
কোরিয়ার কাছে পরও নীরব রয়েছে বাংলাদেশের কোচ Aug 10, 2025
img
অন্য ছাত্রসংগঠনগুলোর নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য: শিবির সভাপতি Aug 10, 2025
img
৫ লাখ টন চাল আমদানিতে ২৪২ প্রতিষ্ঠানকে অনুমতির সুপারিশ Aug 10, 2025
img
শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা থেকে ৩ বামপন্থি সংগঠনের ওয়াকআউট Aug 10, 2025
img
অনেক নেতৃত্বই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে: যুবশক্তির আহ্বায়ক তারিকুল Aug 10, 2025
img
শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান Aug 10, 2025
img
মঙ্গলবার বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট Aug 10, 2025
img
৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি : সালাহউদ্দিন আহমেদ Aug 10, 2025
img
বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশে সীমা, গাড়ি থামবে সর্বোচ্চ দুই মিনিট Aug 10, 2025
img
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অর্থনীতি বিপর্যয়মুক্ত হয়েছে: সিপিডি Aug 10, 2025
img
নেতানিয়াহু’র দেশে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান Aug 10, 2025
img
শিবিরের ‘মানুষ তৈরির প্রজেক্ট’ ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি Aug 10, 2025
নতুন ভোটার ৪৫ লাখ, তালিকা থেকে বাদ পড়ছে ২১ লাখ Aug 10, 2025
img
ডেথ বোলিংয়ে সেরা তাসকিন, শীর্ষ পাঁচে বাংলাদেশের দুজন Aug 10, 2025
নির্বাচন ভালো হলে লোকজন আমার প্রশংসা করবে - স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 10, 2025
'বিএনপিকেও ৬ মাসে গেট আউট করে দিবে' Aug 10, 2025