যাত্রীদের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার স্টেশন মাস্টার, ঘটনার ভিডিও ভাইরাল

দুই যাত্রীর দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেদম মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন গাইবান্ধার স্টেশন মাস্টার আবুল কাশেম। আজ শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা প্ল্যাটফরমে দাঁড়ালে এ ঘটনা ঘটে।

পুলিশ, ট্রেনযাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলেও হাতে গোনা দু-একজন তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। অনেকেই মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিলেন।

কর্তব্যরত সরকারি কর্মচারীর এই লাঞ্ছনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ (জিআরপি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকামুখী লালমনি এক্সপ্রেস ট্রেনে যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় বিশেষ করে এসি বগিতে দায়িত্ব পালন করছিলেন ট্রেনের পুলিশ সদস্যরা ও স্টেশন মাস্টার আবুল কাশেম। মূলত ট্রেনের এসি বগির পাশে দাঁড়িয়ে স্টেশন মাস্টার নারী যাত্রীদের আগে নামা ও ওঠার কথা বলছিলেন।

এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে ওঠা-নামা নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে তিনি তা করতে নিষেধ করেন।

পরে এক পুরুষ যাত্রী হঠাৎ চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাকে নিচে নামিয়ে আনা হয়। নিরাপত্তা বাহিনী এগিয়ে না আসায় স্টেশন মাস্টার সামান্য প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় কিল-ঘুষি ও লাথিতে তিনি মাটিতে পড়ে যান।

মারপিটের শিকার স্টেশন মাস্টার এক পর্যায়ে বিবস্ত্র হয়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, এসি বগি ছেড়ে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার কথা বললে ঘটনার সময় এক যুবক ও তার সঙ্গের অনেকেই তাকে গালাগাল করে কিল-ঘুষি মারেন। তবে ওই যুবক হিংস হয়ে তাকে নিচে নামায় এবং বর্বরের মতো ক্রমাগত মারতে থাকে।

গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ কুমার রায় বলেন, এসি কোচ খালি করে দেওয়ার জন্য যাত্রীদের বোঝানো হচ্ছিল। সেরকম এক সময়ে বগির উল্টো দিকের দরজা দিয়ে স্টেশন মাস্টারকে নামিয়ে মারধর করা হয়।

ভিড়ের কারণে কর্তব্যরত পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। পরে তার জানতে পারেন।

স্টেশন মাস্টার আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এ রকম একটি দুঃখজনক ঘটনার শিকার হলাম। প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীদের সেবা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। ট্রেন ছেড়ে দেওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হামলাকারীদের আটক করতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশন মাস্টারসহ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। ট্রেন থেকে নামিয়ে স্টেশন মাস্টারকে যাত্রীরা মারধর করেছে। ট্রেন ছেড়ে দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনা জেলা শহরে ছড়িয়ে পড়লে সচেতন মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতে এরকম একটি ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। তারা ভাইরাল ভিডিও দেখে অপরাধীদের গ্রেপ্তার দাবি করেছেন।


পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সেলেনা গোমেজের নতুন গান ‘সিঙ্গেল সুন’ আসছে শিগগিরই! Sep 15, 2025
img
ভিসি স্যারের প্রতি আমার সম্মান বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে: সাহস Sep 15, 2025
img
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষোভ প্রকাশ করলেন মুক্তি Sep 15, 2025
img
সাকিবের পরিবর্তে দলে যুক্ত হলেন স্কটল্যান্ডের কারি! Sep 15, 2025
img
প্রচলিত ধারার বাইরে গিয়ে সিনেমা শেখাতে চান আমির Sep 15, 2025
img
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর Sep 15, 2025
img
মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১১ হাজার টন ইলিশ Sep 15, 2025
img
আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: জয়নুল আবদিন ফারুক Sep 15, 2025
“মানুষ সচেতন না হলে, পাসপোর্ট অফিসের দালাল থামবে না!” Sep 15, 2025
img
আপেলের সঙ্গে কমলার তুলনা, ‘সাইয়ারা’ প্রসঙ্গে আমিশা পাটেল Sep 15, 2025
img
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন Sep 15, 2025
img
আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস Sep 15, 2025
img
শপথ নিলেন নেপালে সুশীলা কার্কির ৩ মন্ত্রী Sep 15, 2025
img
আজানের শব্দে কবর থেকে নড়ে উঠলো নবজাতক, পরিবার পলাতক Sep 15, 2025
img
ইতালিতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন সোহা আলি খান Sep 15, 2025
নবুওয়াতের আগে নবীজির ব্যক্তিত্ব | ইসলামিক জ্ঞান Sep 15, 2025
নবীজির বিয়ের ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 15, 2025
এবার আইটেম গানে ধরা দেবেন সামিরা খান মাহি Sep 15, 2025
পাকিস্তানের দিকে ফিরেও তাকালেন না ভারতীয় ক্রিকেটাররা Sep 15, 2025
'এয়ার এস্ট্রায় যাত্রীর তিক্ত অভিজ্ঞতা Sep 15, 2025