আবারও ভক্তদের চমকে দিলেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। বহুদিন ধরেই তার নতুন গান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তিনি ইঙ্গিত দিলেন বহুল প্রতীক্ষিত একক গান ‘সিঙ্গেল সুন’ প্রকাশের।
সম্প্রতি ইন্টারনেটে ভেসে উঠেছে একটি রহস্যময় ওয়েবসাইট, যার নামও ঠিক গানটির মতো-‘সিঙ্গেল সুন’। শুধু তাই নয়, সঙ্গে ছড়িয়েছে এক বিশেষ ফোন নম্বর, যেখানে কল করলে শোনা যায় সেলেনার ছোট বোন গ্রেসি এলিয়ট টিফির ভয়েসমেইল। সেখানে গ্রেসি স্নেহভরা কণ্ঠে বলেন-“হাই, আই লাভ ইউ সিসি, কখনো বয়ফ্রেন্ড নিয়ে চিন্তা কোরো না।” এরপরই শোনা যায় গানের বিট, যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশের তারিখ জানাননি সেলেনা, তবে ভক্তদের ধারণা, আগামী ২৫ আগস্ট গানটি মুক্তি পাবে। কারণ, সম্প্রতি সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার মোবাইলের স্ক্রিনে সময় দেখা যাচ্ছিল ৮:২৫। এটাকেই তারা গান প্রকাশের তারিখের ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন।
এদিকে, গানটির কোনো আনুষ্ঠানিক লিরিক এখনো প্রকাশ হয়নি। তবে সাউন্ডক্লাউডে ভাইরাল হওয়া একটি ছোট ক্লিপে শোনা যায় সেলেনা গাইছেন-“সে খুব ভেঙে পড়বে যখন খবরটা শুনবে, কিন্তু আমি শিগগিরই একা হয়ে যাব।” এই টুকরো অংশই ভক্তদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
যদিও এখনো জানা যায়নি কার সঙ্গে মিলে গানটি তৈরি করেছেন সেলেনা, তবে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। কারণ, তার প্রতিটি অ্যালবাম বা একক গানই প্রকাশের পরপরই বৈশ্বিক সাড়া জাগিয়েছে। তাই ‘সিঙ্গেল সুন’ নিয়েও আশার শেষ নেই।
টিকে/