ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল।
পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“কোনাল, এক সময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে” অনুষ্ঠান-সেটের টিভিতে ভাইয়াকে দেখে ১ সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। মেলাতে পারছিলাম না কারণ ভাইয়াতো আমেরিকায়! কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও পারছিলাম না কারণ আমার বিস্ময় শেষ অবধি কাটেনি। অনুষ্ঠান থেকে বের হয়ে পুরো ভিডিও কালেক্ট করে ১০০ বারের উপরে দেখেছি। সত্যি ভাইয়া এগুলো বলেছেন আমাকে নিয়ে?
সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা যাকে নিয়ে প্রাউড ফিল করে, তিনি আমাকে দোয়া দিয়েছেন একদিন দেশ প্রাউড ফিল করবে আমাকে নিয়ে। বাংলা সিনেমার মহাতারকা আমাকে ভার্সেটাইল প্লে-ব্যাক আর্টিস্ট বলেছেন! যিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের জন্য সুযোগ পেলেই কিছু করতে চান। তিনিই আমাকে বলেছেন আমি মানবিক! দুই বাংলার কোটি ভক্তের রাজকুমার আমাকে বোন ডেকেছেন, পরিবারের অংশ বলে প্রাউড ফিল করেছেন।
Im still in a trance as I write!
ভাইয়া আপনার প্রতি আমার কৃতজ্ঞতার তো শেষ নেই! কিন্তু আপনাকে নিয়ে লিখতে পারি, বলতে পারি, সেই ধৃষ্টতা কি আমার আছে? বাংলা সিনেমার প্রবাদপ্রতিম আপনি। আপনি এত বড় মাপের শিল্পী, মানুষ আমার মতো ক্ষুদ্র একজনকে নিয়ে না বললেও কিছু আসত-যেতনা তবু আপনি বলেছেন।
আপনি মানুষকে এত ভালোবাসেন কি করে ভাইয়া? আপনার কথাগুলো বারবার শুনছিলাম আর ভাবছিলাম, কত মানুষ কত আজেবাজে কথা বলে আপনার এবং আমাদের সম্পর্ক নিয়ে। কত মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকে অক্লান্তভাবে! মাঝে মাঝে যখন আমরা ক্লান্ত হয়ে যাই এত নেগেটিভিটিতে, আপনার কণ্ঠস্বর ভেসে উঠে কানে।
“কোনাল, জিয়া, তোমরা আমার ভাই-বোন তোমরা আমার পরিবার। ওরা চায় না, তোমরা আমার পাশে থাকো তাই তো এত ষড়যন্ত্র। কিন্তু মনে রেখো, আমাদের এই বন্ধন আজীবনের।” তখন আবার মনে পড়ে “তাই তো” আবার সাহস পাই, হাসিমুখে লড়াই করে যাবার।
অনেকেই তাদের উত্থানের পিছে আপনার অবদান স্বীকার করতে কার্পণ্য করলেও, আমার প্রফেশনাল ক্যারিয়ারে আপনার অবদান ভুলে গেলে আমি অকৃতজ্ঞ হয়ে যাবো ভাইয়া। মা বাবার স্বপ্ন, আমার পরিশ্রম/অধ্যবসায়, হার না মানার প্রতিজ্ঞা, ভালো কিছু করার ইচ্ছা, বাংলা গান নিয়ে কাজ করে যাবার প্রত্যয় থেকেই আমি দেশে এসেছি। চ্যানেল আই আমাকে প্লাটফর্ম দিয়েছে। শ্রোতারা আমাকে দিয়েছে সাহস ও ভালোবাসা। এরপর গাইতে গাইতে একদিন এসে আপনার আন্তরিক সাপোর্ট, প্রতিনিয়ত আমার প্রতি আপনার বিশ্বাস, আপনার উৎসাহ, বিশাল ভূমিকা পালন করেছে আজকের আমি হওয়ার পেছনে।
একটা সত্য জানবেন ভাইয়া, পেশাদারভাবে হয়ত আমি গান গাইব না আজীবন, তবে আপনি আমার ভাই আজীবনের। আপনার চলচ্চিত্রে গান গাওয়ার সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের কোনো যোগসূত্র নেই ভাইয়া। কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। I’ll be your biggest cheerleader no matter what.
আপনি দোয়া করবেন, আমি যেন আপনার কথামতো কাজ করে যেতে পারি, সত্যিকারের ভালো নাগরিক হয়ে দেশের জন্য করতে পারি, যেন বাংলাদেশ একদিন আপনার বোনকে নিয়ে গর্ব করে। আপনার সুস্থতা কামনা করি। সকল মন্দ থেকে আপনার সুরক্ষার দোয়া করি। আমার ভাই যেন থাকে আল্লাহ পাকের রহমতের চাদরে, আমিন।
এসএন