বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল এবং পরিচালক অনিল শর্মা আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ২০২৩ সালে গদর ২-এর অভাবনীয় সাফল্যের পর এবার তারা একের বদলে দুইটি বড় প্রকল্পে হাত মিলাচ্ছেন। প্রথমটি হবে গদর ৩, যা একটি বিশালাকারের পিরিয়ড অ্যাকশন ছবি হিসেবে পরিকল্পিত, আর দ্বিতীয়টি নতুন অ্যাকশন ড্রামা কোয়াল কিং, যেখানে সানি দেওল একেবারে নতুন, দৃষ্টিনন্দন চরিত্রে হাজির হবেন।
কোয়াল কিং-এর গল্প কয়লা মাফিয়ার পটভূমিতে গড়ে উঠবে এবং ইতিমধ্যেই চিত্রনাট্য সম্পন্ন হয়েছে। সংলাপের খসড়া প্রস্তুতি চলছে, এবং পরিচালক ও অভিনেতা উভয়ই প্রকল্প নিয়ে উৎসাহিত। কোন ছবি আগে শুট হবে, তা বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, সানি দেওল বর্তমানে তার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। তার আগামি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিধার্থ পি. মালহোত্রা পরিচালিত নেটফ্লিক্সের অ্যাকশন সিনেমা, এক্সেল এন্টারটেইনমেন্টের বড় বাজেটের থ্রিলার, এবং মহাকাব্যিক রামায়ণ, যেখানে তিনি রণবীর কাপুর ও ইয়াশের সঙ্গে লর্ড হনুমানের চরিত্রে থাকবেন।
থিয়েট্রিক্যাল মুক্তির ক্ষেত্রেও সানি দেওল ব্যস্ত। বর্ডার ২-এ তিনি বরুণ ধাওয়ান, দিলজিৎ दोसাঞ্জ ও আহন শেটির সঙ্গে অভিনয় করবেন, পাশাপাশি রাজকুমার সন্তোষী পরিচালিত লাহোর: ১৯৪৭-এ প্রীতি জিন্টার সঙ্গে আবার এক হয়ে আসছেন। তাতে আরও জাট ২ যোগ করলে দেখা যাচ্ছে, সানি দেওল এই মুহূর্তে তার ক্যারিয়ারের অন্যতম গতিশীল এবং বহুমাত্রিক সময় পার করছেন।
এমকে/এসএন