রোগীর চাপ ও বিশ্ব পরিস্থিতি মিলিয়ে করোনা নিয়ে আতঙ্কের কিছু দেখছি না: ডা. সায়েদুর রহমান

দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ঠিকই, তবে তা এখনো আতঙ্ক সৃষ্টির মতো পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, রোগীর চাপ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে, করোনা এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই বিশেষ টিম গঠন করেছে এবং গাইডলাইন হালনাগাদের কাজ চলছে।

সোমবার (১৬ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে আমরা তিনটি পৃথক পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করছি। চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল এবং ইউনিট স্থাপন করেছি। রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের প্রস্তুতি পর্যাপ্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশে করোনা রোগীর হার এবং পরীক্ষা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, জনসাধারণের মধ্যে তেমন লক্ষণ নেই। ফলে এখনো করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

বরিশাল ও ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক বেশি। এর পেছনে স্থানীয় সরকারের মশক নিধন কার্যক্রমে ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি।

কাউকে দোষারোপের জন্য বলছি না, তবে স্বীকার করতেই হবে যে, মশক নিধন কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় হয়নি বলেই এডিস মশার বিস্তার বেড়েছে— বলেন ডা. সায়েদুর। তিনি জানান, যেসব এলাকায় ডেঙ্গু সংক্রমণের হার বেশি, সেখানে ইতোমধ্যে স্পেশাল টিম কাজ শুরু করেছে এবং ডেঙ্গু প্রতিরোধে নতুন গাইডলাইন খুব শিগগিরই প্রকাশ করা হবে।

এদিন পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে যান এবং প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে সন্তোষ প্রকাশ করেন।

এখানে আধুনিক অনেক ব্যবস্থাপনা রয়েছে। রোগীদের সেবার মান নিয়েও তারা সন্তুষ্ট। আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টের পরিকল্পনার কথাও শুনলাম।

প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আছে কি না, সার্জনদের সঙ্গে কথা বলেছি— জানান ডা. সায়েদুর রহমান।

অন্যদিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ঘিরে তিনি কিছু দুর্বলতার কথাও তুলে ধরেন। ডা. সায়েদুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে পুরোনো হলেও কাঠামোগত দুর্বলতা এখনো রয়ে গেছে। পুরোনো ভবনগুলো পুনর্গঠন ও সম্প্রসারণ দরকার। জনবল ঘাটতিও প্রকট।

তিনি আরও বলেন, বর্তমানে চারটি বিসিএসে প্রায় ৬ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি, এসব জনবল স্বাস্থ্যখাতের বিভিন্ন সংকট নিরসনে ভূমিকা রাখবে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরএম/টিএ   



Share this news on:

সর্বশেষ

img
ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার Sep 15, 2025
img
যেখান থেকে মানুষের উত্থান হয়, ওখানেই পতন হয় : গোলাম মাওলা রনি Sep 15, 2025
img
ভ্যালেন্টাইনস ডেতে আসছে শাহিদ-ত্রিপ্তির ‘ও রোমিও’ Sep 15, 2025
img
লি‌বিয়া প্রবাসী বাংলাদেশিদের জ‌ন্য দূতাবাসের বার্তা Sep 15, 2025
img
হ্যান্ডশেক না করায় ভারতকে ধুয়ে দিলেন শোয়েব আখতার Sep 15, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ Sep 15, 2025
img
দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন , আটক ৮ Sep 15, 2025
img
১২ তরুণের হাতে ইয়্যুথ অ্যাওয়ার্ড তুলে দিলেন ড. মুহাম্মদ ইউনূস Sep 15, 2025
img
শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের সাক্ষ্য শুরু Sep 15, 2025
img
যুবসমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা Sep 15, 2025
img

এশিয়া কাপ

হংকংকে হারিয়ে সুপার ফোরে নজর শ্রীলঙ্কার Sep 15, 2025
img
নিউইয়র্কের রাস্তায় রণবীরের হৃদয় ভেঙেছিলেন হলিউডের অভিনেত্রী Sep 15, 2025
img
টিকটক বিক্রি বা বন্ধের সময়সীমা আবারও বাড়াতে পারেন ট্রাম্প Sep 15, 2025
img
চট্টগ্রাম বন্দরে জরিপহীন বালু উত্তোলনের উদ্যোগ Sep 15, 2025
img
প্রথম ঘণ্টায় ২০৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন Sep 15, 2025
img
বাগেরহাটে চলছে ঢিলেঢালা হরতাল Sep 15, 2025
img
এবার উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন রোজা Sep 15, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এলেন মাহমুদুর রহমান Sep 15, 2025
img
এমন শিল্পী তো আর যুগে যুগে আসেন না : সাবিনা ইয়াসমিন Sep 15, 2025
img
অভিষেকের ৭ বছর স্মরণে ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা Sep 15, 2025