স্বর্ণ আনার নিয়মে কড়াকড়ি, দেশের স্বর্ণের বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা

যতবার খুশি ততবার নয়; শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার, একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। এমন কড়াকড়িতে দেশের স্বর্ণের বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছে জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-বাজুস। আর অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা-জোগানের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান।

অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ। আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চমূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। ব্যবসায়ীরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের বেচাকেনায় ধস নেমেছ। এটি এখন শুধু অভিজাত শ্রেণির মানুষই কিনছেন শখের বশে। তাও খুবই সীমিত পরিমাণে।

বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি, বছরে প্রায় ২০ থেকে ৪০ মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার ১০ শতাংশ পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমানযাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা। কারণ, অনুমতি দেয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতু আমদানি করেন না তারা।

এবার এই ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায়, আকাশপথে বছরে মাত্র একবার কোন যাত্রী ৫০ হাজার শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে ৪০ হাজার টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি, ততোবার। ২০২৩ সালের জুলাইয়ের আগে ২০ হাজার টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত দুইটি বার বা ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণ।

কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার ১শ গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মুখপাত্র আনোয়ার হোসেইন বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণের চাহিদা রয়েছে, সে অনুযায়ী সরবরাহ থাকতে হবে বাজারে। স্থানীয় বাজারে স্বর্ণের দাম অনেক বেশি। তাই বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব না। এতে ব্যবসায় ক্ষতি হয়।

এমন পরিস্থিতিতে দেশে স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, বৈধপথে এমনিতেই আমদানি কম। তারওপর ব্যাগেজ রুলে কড়াকড়ি আরোপ কড়া হয়েছে। ফলে চাপের মুখে পড়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাই যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় ততোই ভালো।

ঢাকা কাস্টমসের তথ্য, ২০২৩ সালে শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই ব্যাগেজ রুলসের আওয়ায় সাড়ে ৩১ টন ও ২০২২ সালে এসেছে প্রায় ৩৬ টন স্বর্ণ।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘গত বছর এক দল উত্ত্যক্ত করেছে, এ বছর আরেক দল জুতা দিয়ে বরণ করেছে’ Aug 19, 2025
img
মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার Aug 18, 2025
img
থাইল্যান্ডের দুই চিকিৎসকের সেবা প্রদানে বিএমডিসির নিষেধাজ্ঞা আরোপ Aug 18, 2025
img
মিডিয়াকে বিশ্বাস করা বোকামি : সারজিস আলম Aug 18, 2025
img
বাবরের দলে ফেরার জন্য যে জায়গাগুলোতে মনোযোগ দিতে বললেন কোচ Aug 18, 2025
img
ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে গেলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না Aug 18, 2025
img
তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের Aug 18, 2025
স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন উমামা ফাতেমা Aug 18, 2025
ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পরামর্শ ট্রাম্পের Aug 18, 2025
'আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত দাবি চালিয়ে যাব' Aug 18, 2025
img
শুটিং সেটে মা-বোন তুলে গালি দিতেন ফারাহ : আমিশা Aug 18, 2025
img
ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে শুরু করেছেন ইউরোপীয় নেতারা Aug 18, 2025
img
রাশিয়াকে শান্তিতে বাধ্য করার শক্তি আছে ট্রাম্পের: জেলেনস্কি Aug 18, 2025
img
নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস Aug 18, 2025
img
৩৫ বলে সেঞ্চুরি করা সূর্যবংশীকে এশিয়া কাপ দলে নেওয়ার পক্ষে ভারতের সাবেক অধিনায়ক Aug 18, 2025
img
সিদ্ধার্থ-জাহ্নবীর প্রেমের উত্তাপ ছড়াতে এলো ‘সুন মেরে ইয়ার ভে’ Aug 18, 2025
নামাজ শারীরিকভাবে যেভাবে ফিট রাখে | ইসলামিক জ্ঞান Aug 18, 2025
জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোট ১১ হাজার ৯১৯ Aug 18, 2025
img
শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব হলেন রেহানা পারভীন Aug 18, 2025