শিশু স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞদের বিশেষ সম্মেলন

শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরতে বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘এক্সপেন্ডিং প্রটেকশন এগেইনস্ট চাইল্ডহুড ইনফেকশাস ডিজিজেস থ্রু ভ্যাকসিনেশন’ শীর্ষক সম্মেলন শনিবার (২১ জুন) রাতে হলিডে ইন ঢাকার ইলিশ হলরুমে অনুষ্ঠিত হয়।

সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পিএলসি আয়োজিত এই অনুষ্ঠানে টিকাদান নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞরা। তারা জানান, বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আর এই প্রেক্ষাপটে শিশুদের রোগ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপিন্স ম্যানিলা ফিলিপাইন জেনারেল হাসপাতালের শিশু সংক্রামক ও ট্রপিকাল ডিজিজ বিভাগের প্রধান প্রফেসর ড. আনা লিসা টি. ওং-লিম। তিনি তার গবেষণাভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিশুদের মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকাদান কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।

প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. এম ইশতিয়াক হোসেন, প্রফেসর ড. এ আর এম লুতফুল কবির, এবং প্রফেসর ড. মো. আবিদ হোসেন মোল্লাহ। তারা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস-এ এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেই সঙ্গে বাংলাদেশের শিশু স্বাস্থ্যব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য বেশ কিছু কার্যকর উদ্যোগের পরামর্শ দেন।

আলোচনায় উঠে আসে ছয়টি গুরুত্বপূর্ণ শিশু টিকা— Hexaxim, Tetraxim (বুস্টার), Menactra (মেনিনজাইটিস), Typhim VI (টাইফয়েড), Avaxim (হেপাটাইটিস A) এবং Vaxigrip Tetra (ইনফ্লুয়েঞ্জা)— যেগুলো বিশ্বখ্যাত ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান Sanofi Pasteur কর্তৃক তৈরি।

বিশেষজ্ঞরা জানান, যদিও সরকারের ইপিআই (Expanded Programme on Immunization) এর আওতায় কিছু টিকা দেওয়া হয়, তবুও অনেক বুস্টার ডোজ ও উন্নত টিকা শুধুমাত্র বেসরকারিভাবে পাওয়া যায়। এই গ্যাপ পূরণ করা এখন সময়ের দাবি।

সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮০ জনের বেশি শিশুরোগ বিশেষজ্ঞ। তারা শিশুদের সংক্রামক রোগ এবং নতুন টিকা নিয়ে সমসাময়িক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে সাইনোভিয়া ফার্মা পিএলসির পরিচালক (মার্কেটিং এন্ড সেলস সায়েদ) এ বি তাহমিদ সকল শিশুরোগ বিশেষজ্ঞ, মূল বক্তা ও বিশেষ আলোচক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনে যে মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় হয়েছে, তা বাংলাদেশে শিশু টিকাদানের পরিসর বাড়াতে এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যৎ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরো জানান, সাইনোভিয়া ফার্মা পিএলসি বাংলাদেশের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশব্যাপী শিশু টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এই সম্মেলনের সফল আয়োজন দেশের শিশুরোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আরেকটি সম্মেলন গতকাল ২০ জুন (শুক্রবার) রাতে দ্য পেনিনসুলা চট্টগ্রাম'র ডালিয়া হলরুমে অনুষ্ঠিত হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চায় ইসি Nov 06, 2025
img
সংগীত নয়, আপাতত সিনেমাতেই মনোযোগ আয়ুষ্মান খুরানার Nov 06, 2025
img
ইউনূস সরকার রীতিমতো অপরাজনীতি করছেন : জাহেদ উর রহমান Nov 06, 2025
img
বিদেশিদের হয়রানি বন্ধে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের রায় Nov 06, 2025
img
জোহরান মামদানিকে ট্রাম্পের কড়া বার্তা Nov 06, 2025
img
করুরের ট্র্যাজেডির ১ মাস পর মুখ খুললেন থালাপতি বিজয় Nov 06, 2025
img
দূষিত শহরের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৯ম Nov 06, 2025
img
টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে Nov 06, 2025
img
মাদ্রাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল Nov 06, 2025
img
পুরোনো গানে নতুন নায়িকাকে নিয়ে জুটি বাঁধলেন অক্ষয় কুমার Nov 06, 2025
img
আমি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না : ট্রাম্প Nov 06, 2025
img
প্রথম সপ্তাহেই ১০ কোটির পথে পরেশ রাওয়ালের দ্য তাজ স্টোরি Nov 06, 2025
img
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান Nov 06, 2025
img
এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন Nov 06, 2025
img
নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন- মোশাররফ আহমেদের প্রশ্ন Nov 06, 2025
img
৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন Nov 06, 2025
img
ক্যানসারে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে দীপিকা Nov 06, 2025
img
৮ ইসলামিক দলের পদযাত্রা আজ Nov 06, 2025
img
ডিফেন্ডারকে লাথি মেরে ফের নিষিদ্ধ সুয়ারেজ Nov 06, 2025
img
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া Nov 06, 2025