তেলেগু তারকা শ্রীলীলার জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রবি তেজার বিপরীতে তার সর্বশেষ ছবি মাস জাতারা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, যা হয়ে দাঁড়াল তার পঞ্চম টানা ব্যর্থ ছবি। দুর্বল গল্প, পুরোনো ধাঁচের উপস্থাপনা আর সীমিত পরিসরের চরিত্র—সব মিলিয়ে দর্শক ও সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
এর আগেও স্কান্দা, এক্সট্রা অর্ডিনারি ম্যান, রবিনহুড এবং জুনিয়র—এই চারটি ছবিতেই বাণিজ্যিক ব্যর্থতা দেখেছেন শ্রীলিলা। ফলে মাস জাতারার বিপর্যয় তার বক্স অফিসে অবস্থান আরও দুর্বল করেছে। অনলাইনে ভক্তদের ক্ষোভ স্পষ্ট—অনেকে বলছেন, তাকে গ্ল্যামার নির্ভর চরিত্র ছাড়তে হবে, এখন সময় গল্পনির্ভর, শক্তিশালী চরিত্র বেছে নেওয়ার।
তবে হতাশ না হয়ে শ্রীলিলা আশার আলো দেখছেন আগামীর কাজগুলোতে। তিনি শেষ করেছেন পাওয়ান কল্যাণের সঙ্গে উস্তাদ ভাগাত সিং এবং শিবকার্তিকেয়ানের সঙ্গে পরাশক্তি ছবির শুটিং, দুটি ছবিই মুক্তি পাবে ২০২৬ সালের সংক্ৰান্তিতে। এছাড়া ২০২৬ সালেই বলিউডে কার্তিক আরিয়ানের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন তিনি।
তেলেগু ইন্ডাস্ট্রিতে আপাতত নতুন কোনো প্রকল্প ঘোষণা না থাকলেও, এই বলিউড যাত্রাই হতে পারে শ্রীলীলার পুনরুত্থানের মোড় ঘোরানো অধ্যায়। এখন দেখার বিষয়—তার পরবর্তী সিদ্ধান্তগুলো তাকে ফের আলোচনায় ফেরাতে পারে কি না।
এসএন