পক্ষপাতের অভিযোগে এনসিপি কমিটি থেকে তিন সদস্যের পদত্যাগ

রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটি থেকে তিন সদস্য পদত্যাগ করেছেন। কমিটি গঠনের ২০ দিনের মাথায় তাদের এই পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিন সদস্য।

পদত্যাগকারী সদস্যরা হলেন- তৌফিক হাসান, মোক্তাদির কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক হাসান বলেন, গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গঠিত কমিটির প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আমরা এই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

পদত্যাগের কারণ তুলে ধরে তিনি বলেন, কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে উপেক্ষা করা হয়েছে। এছাড়া আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদেরও কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়া হয়েছে একক সিদ্ধান্তে ও পক্ষপাতদুষ্টভাবে। এতে আমাদের বিশ্বাসের জায়গা চূর্ণবিচূর্ণ হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ ও আপনসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় মো. এ এস মজনুকে। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাকিব মিয়া, রাকিবুল ইসলাম রিজু ও মোদাব্বেরুল ইসলামকে। কমিটিতে আরও ২১ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।

এদিকে সমন্বয় কমিটি গঠনের ২০ দিনের মাথায় এনসিপি থেকে তিন সদস্যের পদত্যাগে অভ্যন্তরীণ ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশ নেয়া তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের যথাযথ মূল্যায়ন করে কমিটি গঠনে অনেকেই পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপারে এনসিপির পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. এ এস মজনু বলেন, পদত্যাগ করা ওই তিন সদস্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করা হবে। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। যেসব অভিযোগ তুলে ধরে তারা পদত্যাগ করেছে তা সঠিক নয়।

তিনি আরও বলেন, পদত্যাগ করা তিন সদস্যের কেউই শুরু থেকে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিল না। তারা হঠাৎ করেই এনসিপিতে এসেছে। তাদের তিনজনকে কমিটিতে রাখতে গিয়ে আমাদের অনেকগুলো ইউনিয়নের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি গঠনের আগে জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ দফায় আলোচনা করেছি। সবার মতামতের ভিত্তিতে কমিটি হয়েছে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অক্টোবরেই মুম্বাইয়ে শুরু হচ্ছে বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫ Sep 14, 2025
img
নির্বাচনে একবারের জন্য আমাদের ক্ষমতায় এনে পরীক্ষা করুন: মুফতি ফয়জুল করীম Sep 14, 2025
img
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সভাপতির কর্মসূচি ঘোষণা Sep 14, 2025
img
কাবুলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Sep 14, 2025
img
ইনস্টাগ্রামে বলিউড গানে নতুন ধাঁধার খেলা Sep 14, 2025
img
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে Sep 14, 2025
img
ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক Sep 14, 2025
img
সুপার ফোরের আশা আছে, ট্রফি জিততেই এসেছি: জাকের Sep 14, 2025
img
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন Sep 14, 2025
img
নেপালিরা আমাদের চেয়ে বুদ্ধিমান, কম মতলববাজ : মাসুদ কামাল Sep 14, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার চারজন Sep 14, 2025
img
আল্লাহ চাননি আমি নির্বাচিত হই, হয়তো ভালো কিছু রেখেছেন: আরিফ উল্লাহ Sep 14, 2025
img
লন্ডনে হামলার শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট Sep 14, 2025
img
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, নিন্দা জানালো সরকার Sep 14, 2025
img
বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা Sep 14, 2025
img
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Sep 14, 2025
img
ভোট বর্জন করেও জাকসুর ভিপি-জিএস পদে কত ভোট পেল ছাত্রদল? Sep 14, 2025
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Sep 14, 2025
img
২৫ বছরের জন্য বাফুফেকে ৮ জেলা স্টেডিয়াম বরাদ্দ Sep 14, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে হারে সুপার ফোর স্বপ্নে বড় ধাক্কা টাইগারদের Sep 14, 2025