বলিউডে পা রেখেছেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মাধ্যমে, কিন্তু এখনো নিজের জায়গা ঠিকঠাক গড়ে তুলতে পারেননি পলক তিওয়ারি। এরই মধ্যে ইব্রাহিম আলি খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। তবে শুধু নেটপাড়াই নয়, এবার নিজের বাবার কড়া বার্তার মুখেও পড়লেন পলক।
টেলিভিশনের পরিচিত মুখ রাজা চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ওরা এখনো তরুণ ও অপরিণত। আমি চাই পলক প্রথমে অভিনয়ের দিকে মন দিক। প্রেম পরে করলেও চলবে।”
এই বক্তব্যে প্রশংসা পাচ্ছেন রাজা। অনেকেই মনে করছেন, আজকের তারকা সন্তানদের প্রেম নয়, আগে নিজেদের প্রতিভা প্রমাণ করা উচিত।
বলিউডে পলকের সাম্প্রতিক কাজ ‘ভূতনি’ ছিল একেবারেই ব্যর্থ। সমালোচনা ও বক্স অফিস—দুটো দিক থেকেই মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। অন্যদিকে, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলিও অভিনয়ে নেমেছেন ‘নাদানিয়া’-র মাধ্যমে, কিন্তু তাকেও ট্রোলড হতে হয়েছে একই কারণে—অভিনয় নয়, মনোযোগ শুধু প্রেম ও পার্টি নিয়ে!
অনেকেই সোশাল মিডিয়ায় পলক-ইব্রাহিমকে নিয়ে লিখছেন, “ট্যালেন্ট নয়, শুধু ডেটিং!”
• পর্দায় নেই উল্লেখযোগ্য কাজ
• স্বজনপোষণের সুবিধা
• অভিনয় দক্ষতা না থাকায় একঘেয়ে রোমান্সেই সীমাবদ্ধতা
সেই প্রেক্ষিতেই রাজা চৌধুরীর মন্তব্যকে অনেকেই দেখছেন ‘রিয়ালিটি চেক’ হিসেবে।
পাবলিক ইমেজই যেখানে তারকাদের পরিচয়, সেখানে পলকের জন্য সময়টা এখন অত্যন্ত সংবেদনশীল। প্রেম নয়, পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে না পারলে আলো থেকে হারিয়ে যাওয়াও সময়ের ব্যাপার।
রাজা চৌধুরীর বক্তব্য তাঁর কন্যাকে যদি একটু হলেও বাস্তবতার মুখ দেখাতে পারে, তবে হয়তো নিজের নাম, পরিচয় ও যোগ্যতা দিয়ে পলকও একদিন বলিউডে নিজের জায়গা করে নিতে পারবেন।
এফপি/ টিএ