দেওল পরিবারের বড় পর্দার সেই স্মরণীয় গল্প আবার ফিরছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া আবেগভরা পারিবারিক ছবি ‘আপনে’ এবার পেতে চলেছে সিক্যুয়েল। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র এবং তাঁর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল।
‘আপনে’ ছিল এক বক্সিং ঘরানার পারিবারিক নাটক, যেখানে বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসা ছুঁয়ে গিয়েছিল দর্শককে। সেদিনের সেই আবেগ এবার আরও গভীর হবে, কারণ সিক্যুয়েলে যোগ দিচ্ছেন দেওল পরিবারের নতুন প্রজন্ম—সানি দেওলের ছেলে করণ দেওল।
ধর্মেন্দ্র নিজেই নিশ্চিত করেছেন খবরটি। তিনি জানিয়েছেন, অনিল শর্মা এখন ‘আপনে ২’ এর চিত্রনাট্য লিখছেন। প্রথম পর্ব যেমন পরিচালনা করেছিলেন অনিল শর্মা, এবারও তাঁর হাতেই থাকছে দায়িত্ব। ধর্মেন্দ্রের কণ্ঠে ফুটে উঠেছে গর্ব—তিনি বললেন, “আপনে এমন একটি ছবি, যা নিয়ে আমি গর্বিত। আমাদের তিনজনকে একসঙ্গে এনেছিল এই সিনেমা। আমরা শুধু পর্দায় নয়, বাস্তবেও এক পরিবারের মতো ছিলাম।”
‘আপনে’ ছবির কাহিনি শুধু এক বক্সারের গল্প নয়, ছিল পরিবারের সম্মান, বন্ধন আর ত্যাগের কথাও। প্রথম ছবিতে ক্যাটরিনা কাইফ, শিলপা শেঠি, জাভেদ শেখ ও কিরণ খেরের মতো অভিনেতারাও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এখনো ছবিটি দেখা যায় অনলাইন প্ল্যাটফর্মে, যা নতুন প্রজন্মকেও সেই গল্পের সঙ্গে পরিচিত করে দিচ্ছে।
দেওল পরিবারের এই নতুন অধ্যায়ে করণ দেওলের যোগদান সিক্যুয়েলকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ দিয়ে বলিউডে পা রাখা করণ এবার পরিবারের সবচেয়ে আবেগঘন এই ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশ করছেন।
‘আপনে ২’ শুধু আরেকটি ছবি নয়—এটি তিন প্রজন্মের এক অনন্য মিলন। দেওল ভক্তদের জন্য এটি এক রকম পারিবারিক উৎসবের মতো। সিনেমার পর্দায় যেমন ছিল বাস্তবের রক্তের সম্পর্কের ছোঁয়া, তেমনই নতুন গল্পে সেই রক্তের সম্পর্কের উত্তরাধিকার এখন আরও দৃঢ় হবে।
এফপি/ টিএ