বলিউডের রূপালি জগতে আসছে এক নতুন আতঙ্কের গল্প—যেখানে রহস্য, ভয় আর মনস্তাত্ত্বিক উত্তেজনা মিলিয়ে তৈরি হবে এক অন্যরকম অভিজ্ঞতা। বহু প্রতীক্ষিত এই থ্রিলার ‘নিকিতা রায়’ অবশেষে পেয়েছে নতুন মুক্তির দিন। প্রথমে ঠিক ছিল ২৭ জুন, কিন্তু প্রযোজক সংস্থার সিদ্ধান্তে মুক্তি পিছিয়ে গিয়ে এখন ১৮ জুলাই ২০২৫।
প্রযোজক সংস্থা জানিয়েছে, একই সময়ে একাধিক বড় ছবির মুক্তি থাকায় স্ক্রিন ভাগাভাগির সমস্যার কথা মাথায় রেখে তারিখ বদলানো হয়েছে। পরিবেশক ও শিল্প জগতের পরামর্শ নিয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রযোজকরা আশ্বাস দিয়েছেন—অপেক্ষা সার্থক হবে।
ছবির গল্পের কেন্দ্রে আছেন সোনাক্ষী সিনহা। এই সিনেমায় তাঁর চরিত্রে থাকবে এক গভীর গোপন রহস্য, যা ধীরে ধীরে উন্মোচিত হবে ভয়ের আবহে। বলা হচ্ছে, এটি একটি সুপারন্যাচারাল থ্রিলার—যেখানে থাকছে ভূতুড়ে ছোঁয়া, ঘনীভূত রহস্য আর তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক মোচড়।
সোনাক্ষীর সঙ্গে ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেল নায়্যারের মতো অভিনেতাদের। পরিচালনায় আছেন কুশ এস সিনহা, যিনি সোনাক্ষীর ভাই। পরিচালক হিসেবে কুশ চান তাঁর বোনের অভিনয়ের পূর্ণ ক্ষমতা দর্শকের সামনে তুলে ধরতে। তিনি জানিয়েছেন, আগে কিছু ছবিতে সোনাক্ষীকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, এবার তিনি তাঁর সবটা বের করে আনতে চান।
‘নিকিতা রায়’ নির্মাণ করছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস, নিকিতা পাই ফিল্মস লিমিটেড, এবং সহযোগিতায় কাজ করছে আরও কয়েকটি সংস্থা। পুরো দল একসঙ্গে এই রহস্যময় অভিজ্ঞতাকে দর্শকের সামনে জীবন্ত করে তুলতে চাইছে।
বলিউডে বরাবরই সাসপেন্স ও হরর ঘরানার ছবি নিয়ে কৌতূহল থাকে। এবার জুলাই মাসেই শুরু হতে চলেছে সেই ভূতের হাওয়া। সোনাক্ষী সিনহার জন্য এটি হতে পারে নতুন এক মোড়—যেখানে একজন অভিনেত্রী হিসেবে তাঁর পরিণত রূপ দেখবে দর্শক।