আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ স্মৃতি’ নামে শিক্ষাবৃত্তির উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে চালু হওয়া এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। এই অনুষ্ঠান দিয়েই শুরু হবে ৩৬ দিনব্যাপী ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে প্রতি বছর এই সময়টি জাতীয়ভাবে স্মরণ করা হবে। সেই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবারের আয়োজনকে কেন্দ্র করে চালু করেছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন জানান, শহীদদের জীবনাদর্শ দেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং তাদের অবদানকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সামাজিক ন্যায়বোধ ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করাই এ শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াতেও অনুষ্ঠানটি প্রচারিত হবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবন ও আইসিটি ভবনের সামনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সরাসরি অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য বাছাই করা হয়েছে বৃত্তিপ্রাপ্তদের নাম। শর্তসাপেক্ষে এই শিক্ষাবৃত্তি পাবে মূলত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পঠন-পাঠনে সহায়তা, অনুপ্রেরণা এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করাই এই বৃত্তির মূল লক্ষ্য।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে সংঘটিত ছাত্র-জনতার প্রতিবাদ-প্রতিরোধে যেসব শিক্ষার্থী জীবন উৎসর্গ করেন, তাদের স্মরণে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’ উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই উপলক্ষে প্রথমবারের মতো চালু হলো এই শিক্ষাবৃত্তি কার্যক্রম, যা ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
মায়ামি ছাড়ছেন মেসি, গন্তব্য ইউরোপ! Jul 01, 2025
img
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত আগামীকাল বুধবার: নৌ উপদেষ্টা Jul 01, 2025
img
শাহজালাল বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, স্ক্যানিংয়ে কড়াকড়ি Jul 01, 2025
আসছে জুলাই ঘোষণা: স্থগিত হতে পারে সংবিধান, সরকারে রথবদলের ইঙ্গিত Jul 01, 2025
img
চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত Jul 01, 2025
img
ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক বিমানবন্দরে রকেট হামলা Jul 01, 2025
img
অভিনয় থেকে দুই মাস দূরে থাকবেন জোভান Jul 01, 2025
img
নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা Jul 01, 2025
img
শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে যাচ্ছে ইরান: আব্বাস আরাঘচি Jul 01, 2025
‘আমরা একদলীয় দেশের বাসিন্দা’: ইলন মাস্ক Jul 01, 2025
img
উন্মুক্ত স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স Jul 01, 2025
img
সব আওয়ামী লীগারেরাই মেন্টালি সিক, তাদের থেরাপি ও রিহ্যাবে পাঠানোর পরামর্শ পিনাকির Jul 01, 2025
img
সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর হজ আয়োজন ২০২৫ সালে Jul 01, 2025
img
জুনে রেমিট্যান্সে রেকর্ড, ২৯ দিনেই এসেছে ২৭০ কোটি ডলার Jul 01, 2025
img
'সৌদি আরবই এখন আমার ঠিকানা' Jul 01, 2025
img
শাকিব খানের ‘মেগাস্টার’ ট্যাগ নিয়ে তোপের মুখে জাহিদ হাসান Jul 01, 2025
img
পুরো অর্থনীতিই এখন মব এবং মামলার বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে : গোলাম মাওলা রনি Jul 01, 2025
img
১টি ত্রিপল, ৩টি সেঞ্চুরি - এক ইনিংসে ৮২০ রানের কীর্তি Jul 01, 2025
img
‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সেই মুন্নি! Jul 01, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ Jul 01, 2025