১টি ত্রিপল, ৩টি সেঞ্চুরি - এক ইনিংসে ৮২০ রানের কীর্তি

ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের টেস্ট ফরম্যাটে গতকাল (সোমবার) এক ম্যারাথন ইনিংস দেখা গেছে। যেখানে সারে ক্রিকেট ক্লাব একটি ত্রিপল সেঞ্চুরি ও তিন সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ৮২০ রান। যা নিজেদের ইতিহাসে দলটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভেঙেছে ১২৬ বছরের পুরোনো রেকর্ড। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর চেয়েও বেশি রানের ইনিংস রয়েছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে ডারহামের বিপক্ষে ৯ উইকেটে ৮২০ রান তুলে ইনিংস ঘোষণা করে সারে। যা তাদের আগের সর্বোচ্চ রান ৮১১–কে ছাড়িয়ে গেছে। ১৮৯৯ সালের মে মাসে দ্য ওভালে সামারসেটের বিপক্ষে করা ওই রানই সর্বোচ্চ দলীয় পুঁজি ছিল এতদিন। একই ভেন্যুতে নিজেদের পুরোনো সেই রেকর্ড ছাড়িয়েছে সারে। যেখানে ১০ ঘণ্টা ক্রিজে থেকে দলটির পক্ষে সর্বোচ্চ ৩০৫ রানের ইনিংস খেলেন ডম সিবলি।

এতদিন সাদা পোশাকের প্রথম শ্রেণির ক্রিকেটে এই ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ রান ছিল ২৪৪। এবারের কাউন্টিতে দারুণ ফর্মে থাকা সিবলি এবার নিজের প্রথম ত্রিপল সেঞ্চুরি পেলেন। ৪৭৫ বলে তিনি ইনিংসটি সাজিয়েছেন ২৯টি চার ও দুই ছক্কায়। এ ছাড়া ম্যাচটিতে সারের হয়ে সেঞ্চুরি করেছেন স্যাম কারান (১২৪ বলে ১০৮), ড্যান লরেন্স (১৪৯ বলে ১৭৮) ও উইল জ্যাকস (৯৪ বলে ১১৯)। এই চারজনই ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন।

ভারতের বিপক্ষে এই ম্যাচে ত্রিপল সেঞ্চুরি করেন সনৎ জয়সুরিয়া, যা শ্রীলঙ্কাকে বিশ্বরেকর্ড গড়া ৯৫২ রান এনে দেয়।

সারের ৮২০ রান কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবমিলিয়ে চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। ১৮৯৬ সালে এজবাস্টনে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের ৮৮৭ রান আছে সবার শীর্ষে। এই তালিকায় আছে ১৯৯০ সালে সারের বিপক্ষে দ্য ওভালে করা ল্যাঙ্কাশায়ারের ৮৬৩ রান, ২০০৭ সালে টন্টনে মিডলসেক্সের বিপক্ষে সামারসেটের ৮৫০ রান। এর পরের দুটি জায়গা–ই পেয়েছে সারের গতকাল ও ১২৬ বছর আগের ইনিংস।

আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সাড়ে নয়শো’র বেশি রানও দেখা গেছে এক ইনিংসে। সবার ওপরে বিশ্বরেকর্ড হিসেবে আছে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে করা শ্রীলঙ্কার ৯৫২ রানের ইনিংস। যেখানে সনৎ জয়সুরিয়া ত্রিপল, রোশান মহানামা ডাবল ও আরবিন্দ ডি সিলভা সেঞ্চুরি করেন। ১৪ রানের জন্য সেঞ্চুরি পাননি অর্জুনা রানাতুঙ্গা। এ ছাড়া টেস্টে ৯০৩ রানের ইনিংস আছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৮ সালের সেই ম্যাচে এক ইংলিশ ব্যাটার ত্রিপল ও দুজন সেঞ্চুরি করেন।

এ ছাড়া টেস্টের আন্তর্জাতিক ম্যাচে বাকি দুটি আটশোর্ধ্ব ইনিংসও খেলেছে ইংল্যান্ড। ১৯৩০ সালে ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৪৯ রান করে। ২০২৪ সালে তারা ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তানের বিপক্ষে।

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025
আন্ডারওয়ার্ল্ডের ডাকে ছিলো, আমিরের স্পষ্ট জবাব Jul 01, 2025
img
অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কোনো ‘মনোমালিন্য’ নেই, জানালেন মিরাজ Jul 01, 2025
১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব Jul 01, 2025
গায়ের জোরে চাপা দেওয়া হয় পদ্মা সেতুর দুর্নীতি মামলা! Jul 01, 2025
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত: নূর Jul 01, 2025
আসিফ মাহমুদের ম্যাগাজিনকাণ্ডে যা বললেন পিনাকী Jul 01, 2025
img
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা Jul 01, 2025
img
দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি Jul 01, 2025