বলিউডে তৈরি হচ্ছে এক নতুন কমেডি জুটি — একদিকে আয়ুষ্মান খুরানা, যিনি চরিত্র বদলাতে পারেন পলকেই, অন্যদিকে সারা আলি খান, যাঁর স্ক্রিন প্রেজেন্সে ঝলমলে ছন্দ আর স্মার্টনেস। আর এই দুই তারকাকে একসঙ্গে নিয়ে আসছেন 'হ্যাপি ভাগ যায়েগি' ও 'পতি পত্নী ঔর ও' খ্যাত পরিচালক মুদাস্সর আজিজ।
পুরনো দিনের ক্লাসিক কমেডির স্বাদ, সঙ্গে আধুনিক ঢঙের চটুল মেজাজ — এমন এক রসায়নে ভরপুর হতে চলেছে ছবির গল্প। ছবির প্রযোজক ভুষণ কুমার ও জুনো চোপড়া এই প্রজেক্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী, কারণ তাঁরা জানেন — সারা ও আয়ুষ্মান একসঙ্গে মানেই নতুন কিছু ঘটবে।
আগস্ট ২০২৫ থেকে ছবির শুটিং শুরু হবে, চলবে টানা নভেম্বর পর্যন্ত — অর্থাৎ এক স্টার্ট টু ফিনিশ ছক কষেই এগোচ্ছে গোটা পরিকল্পনা। ছবিটি হবে মাল্টি-ফিমেল লিড ফরম্যাটে, যেখানে সারা ছাড়াও থাকবেন আরও দুই নারী চরিত্র।
সূত্র বলছে, স্ক্রিপ্ট শুনেই সারা রাজি হয়ে যান। তিনি জানতেন, আয়ুষ্মানের সঙ্গে কাজ মানে এক অনিশ্চয়তাকে নিজের মধ্যে ধারণ করা — কারণ তাঁর কমেডি টাইমিং আর অভিব্যক্তি সবসময়ই নতুন। আর এই অনিশ্চয়তার ভেতরেই আছে এক অদ্ভুত আকর্ষণ।
বলিউডে রম-কম ঘরানায় অনেক জুটি এসেছে, গেছে। তবে এই জুটি, সারা ও আয়ুষ্মান — তাদের প্রত্যেকে আলাদা ঘরানার হলেও একসঙ্গে তৈরি করতে পারেন এক অনন্য হিউমার ফ্লেভার।
মুদাস্সর আজিজ নিজেই বলছেন, এটি হতে চলেছে এমন একটি ছবি, যেটি পুরনো হিন্দি কমেডির ঘরানাকে ফিরিয়ে আনবে। সেই হাসির ছক, যেখানে ভুল বোঝাবুঝি, চমকপ্রদ চরিত্র, আর দৌড়ঝাঁপের মাঝেও থাকবে এক দারুণ আবেগ।
তাঁর কথায়, “যদি আপনি ‘চুপকে চুপকে’ বা ‘গোলমাল’-এর মতো ছবি ভালোবাসেন, তাহলে এ ছবিতে আপনি পাবেন ঠিক সেই আবেশ, তবে মোড়কে থাকবে আজকের প্রজন্মের পুলসিরাত।”
এই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে বলিউড ইতিমধ্যেই অপেক্ষায়, আয়ুষ্মান-সারার অদ্ভুত রসায়নে তৈরি হতে চলেছে এক টক-ঝাল-মিষ্টি বিনোদনের বন্যা।
এসএন