২০২৪ সালের ২ জুলাইকে কখনো ভুলতে পারবেন না বলে স্মৃতিচারণ করেছেন আলোচিত অভিনেত্রী নিলা ইসরাফিল। দিনটিকে স্মরণ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নিলা ইসরাফিল তার পোস্টে ২০২৪ সালের ২ জুলাই ছাত্রদের আন্দোলনে নিজের অংশগ্রহণের একটি ভিডিও পোস্ট করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় জুলাই আমি ছিলাম ইতিহাসের পাশে।
২০২৪ সালের এই দিনে আমরা বলেছিলাম, আর না! আর বৈষম্য নয়, আর অন্যায় কোটা নয়। হাজারো মুখ, একটাই স্লোগান- মেধার অপমান মানি না!’
তিনি বলেন, ‘রাস্তার ধুলো, গরম রোদ, পুলিশের বাধা সব পেরিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সত্যের পক্ষে। এই দ্বিতীয় জুলাই শুধু একটি দিন না, এটা আমার অস্তিত্ব, আমার আত্মসম্মান, আমার প্রজন্মের গর্জন।’
তিনি আরো বলেন, ‘২০২৫ এ দাঁড়িয়ে বলি এই দিন ভুলব না কখনো।
এই দিনটা ছিল আমার আমাদের স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়।’
পিএ/টিএ