তিনি দর্শকের কাছে এখন 'কৌশিকী মুখার্জি' নামেই পরিচিত। তিনি অভিনেত্রী রূপসা চক্রবর্তী। জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'তে 'কৌশিকী মুখার্জি'র চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রীকে। এই চরিত্রে অভিনয়ের জন্য রূপসা দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে।
মঙ্গলবার ভোর রাতে হঠাৎ অলৌকিক ঘটনার শিকার অভিনেত্রী।
সমাজমাধ্যমে রূপসা চক্রবর্তী লেখেন, 'জানিনা আপনারা অলৌকিক ঘটনা মানেন কিনা..আমার খেয়াল ছিলো না যে আজ ডক্টরস ডে। আজকে ভোরের স্বপ্নতে আমার প্রিয় সোনাকাকাকে দেখলাম। জন্মের পর থেকে ডাক্তার মানেই জানতাম 'আমার সোনাকাকা' আর কোনও ডাক্তার নেই পৃথিবীতে। সাধারণত আমি মৃত ব্যক্তিদের স্বপ্ন খুব একটা দেখি না কিন্তু আজ দেখলাম-আমি সোনাকাকা কে বলছি আমার ছেলে কোথায় ভর্তি হয়েছে, কী নিয়ে পড়াশুনা করবে, রেজাল্ট ইত্যাদি। আর সোনাকাকা মন দিয়ে আমার কথাগুলো শুনছিল ঠিক যেমন আগেও শুনতো।'

তিনি আরও লেখেন, 'কাকা খুব খুশি হল আর আমাকে বলল নিজের শরীরের যত্ন নে..কী অদ্ভুত জীবন্ত ছিল সোনাকাকার সেই হাসি মুখটা। ঘুম ভাঙ্গার পর অনুভব করলাম যে ওটা স্বপ্ন , আমি আমার সোনাকাকার খুব আদরের ভাইঝি ছিলাম , ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আমার কাকার সাথে...সেই স্মৃতিগুলো যত্ন করে তোলা আছে আমার স্মৃতির পাতায়। ডক্টরস ডে-তে হঠাৎ করে সোনাকাকার স্বপ্ন দেখা, স্বপ্নতে গল্প করার কারণটা এখনও বুঝলাম না...হয়তো একেই বলে অলৌকিক ঘটনা। আমার দেখা প্রিয় ও সেরা ডাক্তার তুমি ছিলে ও থাকবে। তাই এদিন তোমাকেই মনে পড়ল নিজের অজান্তেই। কোনও না কোনওদিন ওপারে ঠিক দেখা হবে তোমার সঙ্গে।'
পিএ/টিএ