সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর হজ আয়োজন ২০২৫ সালে

এ বছর হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজি সৌদি আরবে আগমন করেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিপুল সংখ্যক হাজির সেবা উন্নত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছিল এবং এটিকে এখন পর্যন্ত সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিকভাবে সমন্বিত হজ বলে ঘোষণা করেছে।

সৌদি আরব ২০২৫ সালের হজকে নিরাপদ ও সমৃদ্ধ করতে উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সমন্বয় এবং নজিরবিহীন ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়েছেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী ড. আল-হাসান বিন ইয়াহইয়া আল-মানাখরা।

তিনি বলেন, সৌদি আরব গর্বের সঙ্গে জানাচ্ছে, আমরা ১৩০টির বেশি দেশ থেকে আগত ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজিকে স্বাগত জানিয়েছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয় ও পবিত্র দায়িত্বের অংশ।

তিনি বলেন, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে সরকার, বেসরকারি ও স্বেচ্ছাসেবী খাতে আড়াই লাখের বেশি কর্মী নিয়োজিত ছিল।

এ বছর চালু হওয়া প্রযুক্তির মধ্যে ছিল : 

>> ডিজিটাল ইমিগ্রেশন চেক।
>> এআই-চালিত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
>> পরিধেয় স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস।
>> ড্রোন দিয়ে জরুরি সাহায্য পৌঁছানো।
>> উষ্ণতা পর্যবেক্ষণ ডিভাইস।
>> ভয়েস অ্যাক্টিভেটেড অনুবাদক।
>> স্মার্ট ব্রেসলেট ও রোবট গাইড – এসব প্রযুক্তি হাজিদের সহায়তায় ব্যবহৃত হয়েছে।
 
আল-মানাখরা বলেন, আমরা মসজিদুল হারামের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ করেছি এবং হাজিদের সফরের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তি যুক্ত করেছি।

তিনি আরও জানান, ‘নো পারমিট, নো হজ’ কর্মসূচি কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বহু ভাষায় প্রচার চালানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল হাজিরা যেন ইবাদতে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারেন, সেজন্য পরিবেশকে যতটা সম্ভব সহজ করে তোলা।

হজের আগে সৌদি আরব ৭৮টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং ১৩০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক করেছে।

আল-মানাখরা বলেন, আমরা হজ মিশন ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছি, যাতে হাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা নিশ্চিত করা যায়।

‘মক্কা রুট কর্মসূচি’ – এই উদ্যোগে কিছু দেশের বিমানবন্দরে হাজিরা ভিসা, বায়োমেট্রিক এবং স্বাস্থ্য পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, মরক্কোসহ আটটি দেশে এই কর্মসূচি কার্যকর রয়েছে।

নুসুক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হাজিরা ব্যক্তিগতভাবে আরও সুবিধা লাভ করেছেন। নুসুক অ্যাপ এবং নুসুক কার্ডের মাধ্যমে হাজিরা তাদের অভিযোগ জানানো ও তাৎক্ষণিক সহায়তার সুযোগ লাভ করেছেন। এছাড়াও ২৪ ঘণ্টা বহু ভাষার জরুরি কল সেন্টার সেবা পেয়েছেন হাজিরা।

হাজিদের গরমজনিত অসুস্থতা থেকে সুরক্ষিত রাখতে প্রত্যেক ফ্রন্টলাইন কর্মীকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আল-মানাখরা বলেন, আমরা বছরজুড়ে বিশ্বব্যাপী আল্লাহর মেহমানদের স্বাগত জানাতে প্রস্তুত এবং হজ ও ওমরা পালনকারীদের যাত্রা পবিত্র, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিটি অংশীদার দেশের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে।

সূত্র : আল আরাবিয়া

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025
আন্ডারওয়ার্ল্ডের ডাকে ছিলো, আমিরের স্পষ্ট জবাব Jul 01, 2025
img
অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কোনো ‘মনোমালিন্য’ নেই, জানালেন মিরাজ Jul 01, 2025
১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব Jul 01, 2025
গায়ের জোরে চাপা দেওয়া হয় পদ্মা সেতুর দুর্নীতি মামলা! Jul 01, 2025
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত: নূর Jul 01, 2025
আসিফ মাহমুদের ম্যাগাজিনকাণ্ডে যা বললেন পিনাকী Jul 01, 2025
img
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা Jul 01, 2025
img
দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি Jul 01, 2025