তিন দশকের সংগীতজীবনে হাতেগোনা কয়েকটি একক কনসার্টে গাইতে দেখা গেছে বাপ্পা মজুমদারকে। নিয়মিত কনসার্টে পাওয়া গেলেও একক শোয়ে তাকে খুব একটা পাওয়া যায় না। আগামী ১২ জুলাই ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক একটি একক কনসার্টে গাইবেন বাপ্পা। সঙ্গে থাকবেন তাঁর ব্যান্ড দলছুটের সদস্যরা।
বাপ্পা মজুমদার বলেন, ‘যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ধরনের একক শো আরও অনেক অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, সেটা তো আমরা যাই, একটা আয়োজন হয়, গান গেয়ে চলে আসি। কিন্তু একক শো-তে যা হয় একজন শিল্পী তাঁর পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।
জানা যায়, এই আয়োজনে শ্রোতাপ্রিয় বিভিন্ন গান ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন বাপ্পা। ভেন্যু রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার। ইতোমধ্যে গেটসেট রক ওয়েবসাইটে এই একক শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে। কনসার্ট শুরু হবে রাত ৮টায়।
এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গান ‘আগামীকাল’। এ ছাড়াও রয়েছে আন্তর্জাতিক সফরের ব্যস্ততা। সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্র মাতাবেন তিনি। নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ সেখানকার ১০টির বেশি শহরে পারফর্ম করবেন এই শিল্পী।