ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মস্থলে যোগ দেননি পুলিশের অনেক সদস্য। এবার তাদের মধ্যে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
ডিএমপি ডিবির সাবেক ডিসি বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১০ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
তিনটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তারা যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।
এর আগে, গত ২৬ জুন ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপারসহ ১৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউটি/টিকে