১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

২০২৫ ও ২০২৬ সালের জন্য স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের দরপত্র প্রস্তাব ও ড্রাপ্ট এলএনজি সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদনের পাশাপাশি ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজকের অর্থনৈতিক বিষয় ও ক্রয় কমিটির সভায় বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যথারীতি সার আমদানির পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং সম্পর্কিত একটি প্রস্তাব, বেসরকারি খাতের শিল্পগুলোতে জ্বালানি সরবরাহের জন্য এলএনজি আমদানির একটি প্রস্তাব ছিল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আরো বেশি পরিমাণে এলএনজি প্রয়োজন হবে, তবে পর্যায়ক্রমে সেগুলো সংগ্রহ করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, রংপুর জেলার প্রায় ২৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী। এ ছাড়া কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ফিডার জাহাজের মতো কিছু সামুদ্রিক জাহাজ সংগ্রহ করা হবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, তিনি সময়ে সময়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমের সাথে বসবেন।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ৫ম লটের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৪১ কোটি ৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৮৫ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রথম লটের প্রায় ৩৫৮ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

অন্যদিকে বিএডিসি সৌদি আরবের মা’আদেনের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৩৫১ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার আওতায় ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে প্রায় ১১৯ কোটি ৫৯ লাখ টাকায় ২২ প্রকারের ৪৯ হাজার ২৫৬ কার্টুন ওষুধ সংগ্রহ করা হবে। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ওষুধ বিতরণ করা হবে।

এছাড়াও, ক্রয় কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। যার অধীনে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) এর সাথে জিটুজি ভিত্তিতে ডিপিএম পদ্ধতিতে এলএনজি সংগ্রহের জন্য দরপত্র প্রস্তাব এবং ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদিত হয়।

এই চুক্তির অধীনে, সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) থেকে ২০২৫ সালে ৫ কার্গো এলএনজি এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি আমদানি করবে।

এ ছাড়া দিনের ক্রয় কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ Aug 17, 2025
img
উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন Aug 17, 2025
প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন এবং একটি নিরাপদ “সেফ এক্সিট” খুঁজছেন : শওকত মাহমুদ Aug 17, 2025
মহাকাশে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটের যাত্রা শুরু Aug 17, 2025
ভারতের মাথায় আটকে গেলো সেই ৫০ শতাংশ মার্কিন শুল্ক Aug 17, 2025
দুই দিনের বন্যায় পাকিস্তানে নিহত ৩৫১ জন Aug 17, 2025
img
বিশ্বজুড়ে ঝড় তুলেও প্রত্যাশা পূরণে হোঁচট খেলো কুলি Aug 17, 2025
img
মির্জাপুর সিনেমায় নতুন চমক, কাস্টে জিতেন্দ্র কুমার ও রবি কিশান Aug 17, 2025
img
প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রুতি-আরাত্রিকা, নায়ক হবে কে? Aug 17, 2025
img
ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি Aug 17, 2025
img
বিতর্কের অবসান, এসরাজ শিল্পীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী Aug 17, 2025
img
মেঘালয়ে গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ১১ দিন পর হস্তান্তর Aug 17, 2025
img
অক্ষয়ের খোলামেলা স্বীকারোক্তি, বলিউডে সেরা বন্ধু জন Aug 17, 2025
img
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সিএফসি সিজন-১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন Aug 17, 2025
নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে -বিএনপি নেতা আলাল Aug 17, 2025
পারমাণবিক যুগে দুই দেশের সংলাপের গুরুত্ব Aug 17, 2025
img
উচ্চশিক্ষায় উন্নতির লক্ষ্যে চায়নার আদলে নতুন প্রোগ্রাম চালুর প্রস্তাব মির্জা গালিবের Aug 17, 2025
নির্ভয়ে শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন: নাসিমুল গণি Aug 17, 2025
img
একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে : রুমিন ফারহানা Aug 17, 2025
img
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০ আবেদন Aug 17, 2025