বলিউডের তরুণ প্রজন্মের দুই নাম — ইব্রাহিম আলি খান ও রাশা থাডানি। দুজনেই তারকা-সন্তান, কিন্তু এবার তাঁদের যাত্রা একেবারে নিজস্ব গল্পের সঙ্গে। এক 'কামিং-অব-এইজ' প্রেমের ছবিতে জুটি বেঁধে বলিউডে নিজেদের আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
ইব্রাহিম, সাইফ আলি খান ও অমৃতা সিং-এর পুত্র, আর রাশা, রাভিনা ট্যান্ডন ও অনিল থাডানি-র কন্যা — দুজনেই সদ্য বলিউডে পা রেখেছেন। একটি করে ছবি করেই তাঁরা নতুন এই প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে থাকবে প্রথম প্রেমের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর একধরনের খাঁটি অনুভব।
ইব্রাহিমের নেটফ্লিক্স ডেবিউ 'নাদানিয়া' দর্শক টানতে পারেনি, তবে সামনে রয়েছে যুদ্ধভিত্তিক 'সরজমিন' ও এক ম্যারাথন দৌড়বিদের গল্প 'দিলের'। অন্যদিকে রাশা অজয় দেবগনের সঙ্গে 'আজাদ' দিয়ে বলিউডে নাম লেখান। পারফরম্যান্সে সাহসী হলেও বক্স অফিস ছিল নিরুত্তাপ।
তবে এবার গল্প একেবারে ভিন্ন। প্রোডাকশন সূত্রে জানা গেছে, গ্ল্যামার নয়, বরং আবেগের বাস্তবতাই এ ছবির মূল চালিকাশক্তি। নির্মাতারা এমন দুই মুখ খুঁজছিলেন যারা প্রথম প্রেমের হোঁচট, অস্বস্তি আর রোমাঞ্চকে অনায়াসে ফুটিয়ে তুলতে পারবেন। আর তাই ক্যামেরার পেছনে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সামনে ঠিক ততটাই গুরুত্ব পাচ্ছে অভিনয় ও রসায়ন।
তাঁদের স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং সূত্র জানাচ্ছে, ক্যামেরার সামনেই নয় — ক্যামেরার বাইরেও ইব্রাহিম-রাশার কেমিস্ট্রি জমে উঠেছে। পরিচালক ও ছবির নাম এখনো গোপন রাখা হয়েছে, তবে সিনেমাটি প্রেম, আবেগ আর ভঙ্গুরতার এক সৎ কাহিনি হয়ে উঠবে বলেই ধারণা।
আজকের তরুণ সমাজ যে ভালোবাসার বাস্তবতা ও সংস্কৃতির দ্বন্দ্বে দিন কাটায়, এই ছবির মাধ্যমে সেই অনুভবই পর্দায় ধরা দেবে বলে মনে করা হচ্ছে।
এই ছবি হতে চলেছে এক পরীক্ষার মঞ্চ — যেখানে তারকা-পুত্র-কন্যারা কেবল পিতামাতার নাম নয়, নিজের নাম প্রতিষ্ঠা করতে চাইছেন। যদি তাঁরা অনুভব থেকে অভিনয়ের গভীরতায় পৌঁছাতে পারেন, তাহলে তৈরি হতে পারে এক নতুন পর্দার প্রিয় জুটি — এবং এক সম্ভাব্য Gen-Z ক্লাসিক।
এসএন