ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে হঠাৎ করে ৯০০ ফুট নিচে নেমে এসেছিল। গত ১৩ জুন এ ঘটনা ঘটে। এরপর থেকে ওই বিমানের দুই পাইলটকে বিমান চালনা থেকে বাইরে রাখা হয়েছে। কেন এ ঘটনা ঘটল সেটির কারণ বের না হওয়া পর্যন্ত তারা বিমানের ককপিটে বসতে পারবেন না।
গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। যা সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। এর দুইদিন পরই সংস্থাটির আরেকটি বিমান অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
বিমানটি মাঝ আকাশে এমন ঝামেলায় পড়লেও ৯ ঘণ্টা ৮ মিনিট উড়ে এটি নিরাপদে ভিয়েনায় অবতরণ করে। বিমানটি বোয়িংয়ের ৭৭৭ মডেলের ছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১ জুলাই) জানিয়েছে, এয়ার ইন্ডিয়া দিল্লি-ভিয়েনাগামী বিমানটির নিচে নেমে আসার ঘটনায় পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে।
সূত্র: এনডিটিভি
এসএন