সংসার ভাঙনের সাত বছর পর হাসিনের জয়, শামিকে প্রতি মাসে দিতে হবে ৪ লাখ রুপি

২০১৪ সালে প্রেম করে বিয়ের পর চার বছরের মাথায় ভারতীয় তারকার পেসার মোহাম্মদ শামি ও মডেল হাসিন জাহানের সংসারে ভাঙন ধরে। এরপর থেকেই দীর্ঘ সময় ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলায় স্ত্রী হাসিন ও একমাত্র মেয়ে আয়রাকে ১.৩ লাখ রুপি করে মাসে ভরণপোষণের আদেশ দেন আলিপুর জেলা আদালত। সেটি মানতে না পেরে উচ্চ আদালতের দ্বারস্থ হন হাসিন, অবশেষে সেই রায় এসেছে।

কলকাতার উচ্চ আদালত শামিকে মাসে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ ৪ লাখ রুপি করে খরচ বহনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৭২ হাজার টাকারও বেশি। এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আরও আড়াই লাখ রুপি দিতে হবে। অর্থাৎ, জেলা আদালতের দেওয়া রায়ের চেয়ে আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে শামিকে।

হাসিন জাহানের মামলার আবেদনের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) এই রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। যদিও ৭ বছর আগে ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫’ অনুসারে মামলা দায়েরের পর আইনি খরচ এবং ভরণপোষণ বাবদ ১০ লাখ রুপি চেয়েছিলেন শামির স্ত্রী। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন গ্রাহ্য হয়নি। আলিপুর আদালত শুধুমাত্র সন্তানকে ৮০,০০০ রুপি প্রতি মাসে দেওয়ার নির্দেশ দেন শামিকে। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে হাসিন জাহানকেও মাসে ৫০ হাজার রুপি করে দেওয়ার নির্দেশ দেন। সবমিলিয়ে অঙ্কটা দাঁড়ায় ১.৩ লাখ রুপিতে।

ওই সময় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হাসিনের আইনজীবী জানান, মাসে হাসিন জাহানের আয় ১৬ হাজার রুপি। ব্যাংকে স্থায়ী আমানত থেকে সুদ বাবদ তিনি এই টাকা পান। এই টাকায় তার এবং কন্যার খরচ চালানো সম্ভব নয়। শামির সঙ্গে থাকার সময় থেকে তারা ব্যয়বহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। ফলে তার প্রতি মাসে খরচ হয় প্রায় ৬ লাখ রুপি। অন্যদিকে, তার সাবেক স্বামীর ২০২০-২১ অর্থবছরের আয় প্রায় ৭.১৯ কোটি রুপি। সামর্থ্য থাকতেও তিনি টাকা দিতে চাইছেন না।

এর জবাবে শামি আদালতকে জানান, তার সাবেক স্ত্রী একজন সফল মডেল এবং অভিনেত্রী। বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। ফলে তার মাসিক আয় অন্তত ৫ লাখ রুপি। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকে তার বেশ কিছু আমানত রয়েছে। একইসঙ্গে সাবেক স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও করেন শামি।

কলকাতা হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে হাসিন জাহান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গত সাত বছর ধরে আমি নিজের অধিকার পাওয়ার লক্ষ্যে লড়তে গিয়ে প্রায় সব হারিয়েছি। সে কারণে আমার সন্তানকেও ভালো স্কুলে ভর্তি করাতে পারিনি। এখন আদালতের প্রতি আমি কৃতজ্ঞ।’

একই প্রতিবেদনে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বরাতে বলা হয়েছে, ‘এটি সত্য যে, অতিরিক্ত পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসে না, আবার খুব অল্প ভরণপোষণ ব্যয়ও গ্রহণযোগ্য নয়।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হাইকমিশনার ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট Jul 03, 2025
img
আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত : মেহজাবীন চৌধুরী Jul 03, 2025
img
পাকিস্তানে রেকর্ড গড়ল দিলজিৎ দোসাঞ্চের 'সর্দারজি ৩'! Jul 03, 2025
img
টিজারেই বাজিমাত, মুক্তির আগেই বিক্রি ‘ধূমকেতু’র স্বত্ব! Jul 03, 2025
img
ওটিটিতে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘সালাকার’, গুপ্তচর চরিত্রে অভিনেত্রী মৌনী রায়! Jul 03, 2025
img
বাংলাদেশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে মরক্কোকে প্রস্তাব দিল ক্রীড়া উপদেষ্টা Jul 03, 2025
img
১৮ জুলাই স্মরণে ১ মিনিটের জন্য বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট Jul 03, 2025
img
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ! Jul 03, 2025
img
রাশিয়ায় যুদ্ধ করতে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া Jul 03, 2025
img
বলিউডে পা রাখছেন শানায়া, প্রথম ছবির ট্রেলার দেখে আবেগপ্রবণ বাবা সঞ্জয় কাপুর! Jul 03, 2025
img
‘বীরাঙ্গনা’ চরিত্রে দুর্দান্ত সন্দীপ্তা, ভিলেন রূপে হাজির ‘লাফ্টারসেন’! Jul 03, 2025
img
রাতদুপুরে ভূতের খপ্পড়ে অভিনেতা কাঞ্চন মল্লিক! Jul 03, 2025
img
দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়: চরমোনাই পীর Jul 03, 2025
img
বলিউডে পা রাখতে মুম্বাই যাচ্ছেন দেব-রুক্মিণী! Jul 03, 2025
img
গামিনির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না বিসিবি Jul 03, 2025
img
সকাল ৯টার মধ্যে দেশের ৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 03, 2025
img
ভারতে আবারও চালু পাক শিল্পীদের সোশ্যাল অ্যাকাউন্ট! Jul 03, 2025
img
ছেলের ধর্ম পরিচয় দিতে গিয়ে দোটানায় ‘টুয়েলভ ফেল’ খ্যাত অভিনেতা Jul 03, 2025
img
এজবাস্টনে দুর্দান্ত সেঞ্চুরি, কোহলি ও বিজয় হাজারের কাতারে শুভমান গিল Jul 03, 2025
img
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট নেই Jul 03, 2025